Ajker Patrika

নায়ক ডিপজলের সিনেমায় ভিলেন মিশা

নায়ক ডিপজলের সিনেমায় ভিলেন মিশা

‘কুখ্যাত খুনি’, ‘ক্ষ্যাপা বসু’, ‘কোটি টাকার কাবিন’, ‘দাদীমা’—ব্যবসাসফল অনেক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। কোনো ছবিতে তাঁরা প্রতিপক্ষ, কোনোটায় একই গ্যাংয়ের কুখ্যাত সন্ত্রাসী, নানাভাবে পর্দায় দেখা দিয়েছেন তাঁরা।

অনেক দিন পর ডিপজল-মিশা আবার একসঙ্গে, এক ছবিতে। ছবির নাম ‘ঘর ভাঙা সংসার’। ডিপজলের বেশির ভাগ ছবির মতো এই ছবিতে তিনি ভিলেন নন, নায়ক। সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তাঁর অবস্থান। আর মিশা থাকছেন ডিপজলের বিপক্ষ শিবিরে।

‘ঘর ভাঙা সংসার’ বানাচ্ছেন মনতাজুর রহমান আকবর। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। বাকি আছে একটি গান। এতে ডিপজলের নায়িকা হিসেবে আছেন আঁচল ও শিরিন শিলা।

মিশা সওদাগর বলেন, ‘ডিপজল ভাই এই ছবির প্রযোজক এবং নায়ক। আর আমি আছি সংসার ভাঙার দায়িত্বে; যে একটা সুন্দর গোছানো সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার ষড়যন্ত্র করে।’

ছবিটি নিয়ে কথা বলার শুরুতেই মিশা বলে দিলেন ‘ঘর ভাঙা সংসার’-এর একটি সংলাপ, যেটি ছবিতে তাঁর মুখে বারবার শোনা যাবে। ‘আসলে ডায়লগটি এত দারুণ যে বলার লোভ সামলাতে পারছি না। ডায়লগটি এমন, “নাম আমার সাইরাস, আমি হচ্ছি কঠিন করোনাভাইরাস।”

অনেক দিন পর ডিপজলের সঙ্গে কাজ করে ভীষণ খুশি মিশা। ডিপজলকে তিনি ইন্ডাস্ট্রির অভিভাবক হিসেবেই মানেন। অতীতে অনেক সংকটে ডিপজলকে আপন ভাইয়ের মতো পাশে পেয়েছেন।

মিশা বলছেন, ‘ডিপজল ভাই আমাদের অভিভাবক। উনি যদি বলেন, এইটা করতে হবে, আমি ওইটা করি। আর কোনো প্রশ্ন থাকে না। গল্প কী, চরিত্র কী—এসব তখন গৌণ হয়ে যায়। এই দুঃসময়ে যখন ইন্ডাস্ট্রিতে ছবি করতে সাহস পাচ্ছে না কেউ, তখন ডিপজল ভাই একের পর এক ছবি নিয়ে মাঠে নামছেন, এটা অনেক বড় ঘটনা।’

মনোয়ার হোসেন ডিপজল চলতি বছরের শুরুর দিকে ১২ মাসে ১২টি ছবি নির্মাণের ঘোষণা দেন। এরই মধ্যে ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’-এর কাজ শেষ হয়েছে। ছবিগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত