শাকিব খান ও শবনম বুবলী জুটির নতুন ছবি ‘লিডার, আমিই বাংলাদেশ’। বানাচ্ছেন তপু খান। গত ২৫ মে এ ছবির শুটিং শুরু করেন শাকিব-বুবলী। প্রায় মাসখানেকের বিরতির পর আজ থেকে আবার ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব-বুবলী।
এত দিন ‘লিডার’-এর শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাদ সেধেছে লকডাউন। কঠোর লকডাউনের কারণে এত বন্ধ ছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর শুটিং। আজ থেকে লকডাউনের কড়াকড়ি উঠে যাওয়ায় শুটিংয়ে নামছেন শাকিব। একটানা শুটিং করে ছবিটির কাজ শেষ করবেন তিনি।
‘লিডার, আমিই বাংলাদেশ’-এর নির্মাতা তপু খান বলেন, ‘টানা ১০ দিন শুটিং করব। আশা করছি, এবার পুরো কাজ শেষ হবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ওই দিন আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুটিং করব না। ১০ দিনের এই শেষ লটে শাকিব খান-বুবলীসহ অন্যরাও শুটিং করবেন। আগেই লিডারের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।’
গত ২৫ মে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর কাজ। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা আট দিন শুটিং চলে। এরপর এফডিসিতে সেট ফেলে টানা পাঁচ দিন কাজ করা হয়। সেট পরিবর্তনের জন্য দুই দিনের বিরতি দিয়ে আবার শুরু হয় শুটিং। কিন্তু এরপর করোনা সংক্রমণের কারণে ঘোষিত লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় কাজ।
‘লিডার, আমিই বাংলাদেশ’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বলেন, ‘আজ থেকে বাদবাকি শুটিং শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী কলা-কুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খান, বুবলী ছাড়া আরও অভিনয় করছেন ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকে।
শাকিব খান ও শবনম বুবলী জুটির নতুন ছবি ‘লিডার, আমিই বাংলাদেশ’। বানাচ্ছেন তপু খান। গত ২৫ মে এ ছবির শুটিং শুরু করেন শাকিব-বুবলী। প্রায় মাসখানেকের বিরতির পর আজ থেকে আবার ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব-বুবলী।
এত দিন ‘লিডার’-এর শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাদ সেধেছে লকডাউন। কঠোর লকডাউনের কারণে এত বন্ধ ছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর শুটিং। আজ থেকে লকডাউনের কড়াকড়ি উঠে যাওয়ায় শুটিংয়ে নামছেন শাকিব। একটানা শুটিং করে ছবিটির কাজ শেষ করবেন তিনি।
‘লিডার, আমিই বাংলাদেশ’-এর নির্মাতা তপু খান বলেন, ‘টানা ১০ দিন শুটিং করব। আশা করছি, এবার পুরো কাজ শেষ হবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ওই দিন আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুটিং করব না। ১০ দিনের এই শেষ লটে শাকিব খান-বুবলীসহ অন্যরাও শুটিং করবেন। আগেই লিডারের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।’
গত ২৫ মে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর কাজ। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা আট দিন শুটিং চলে। এরপর এফডিসিতে সেট ফেলে টানা পাঁচ দিন কাজ করা হয়। সেট পরিবর্তনের জন্য দুই দিনের বিরতি দিয়ে আবার শুরু হয় শুটিং। কিন্তু এরপর করোনা সংক্রমণের কারণে ঘোষিত লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় কাজ।
‘লিডার, আমিই বাংলাদেশ’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বলেন, ‘আজ থেকে বাদবাকি শুটিং শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী কলা-কুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খান, বুবলী ছাড়া আরও অভিনয় করছেন ফখরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকে।
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
১৫ ঘণ্টা আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিনরাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তাঁরা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাঁদের নিঃশব্দ শ্রম।
২ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
২ দিন আগে