ছেলের মা হয়েছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। বৃহস্পতিবার দুপুর ১টার খানিক আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। এ খবর ইতিমধ্যে জেনে ফেলেছেন সবাই। তবে নতুন তথ্য জানা গেল আজ— নুসরাত তাঁর ছেলের নাম রেখেছেন ঈশান।
তবে এ নামের পেছনেও অনেকে রহস্য খুঁজছেন। আলাপ উঠেছে, অভিনেতা যশ (Yash) দাশগুপ্তর নামের সঙ্গে মিলিয়ে সন্তানের নাম ঈশান (Yishaan) রাখা হয়েছে।
সন্তানের বাবা কে, এ প্রশ্ন তুলে নুসরাতকে কম কটাক্ষ করা হয়নি। কিন্তু নুসরাত ওসব তর্ক-সমালোচনায় কান না দিয়ে নিজের মতো করে থেকেছেন। ছেলের নামকরণের মধ্য দিয়েই কি সব সমালোচনা আর প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী?
গত জুন মাসে প্রকাশ্যে আসে নুসরাতের মা হওয়ার খবর। তখন তাঁর স্বামী নিখিল জৈন অভিযোগ করেছিলেন, সন্তানের বাবা তিনি নন। গতকাল নুসরাত মা হওয়ার পর নিখিল বলেছেন, ‘ওর সঙ্গে সম্পর্ক নেই। ফোনও করব না। তবে ওদের জন্য শুভেচ্ছা রইল।’
গত বছরের শেষ থেকেই নিখিলের সঙ্গে নুসরাতের দূরত্ব বাড়তে থাকে। আলাদা বাড়িতে থাকতে শুরু করেন অভিনেত্রী। এই দূরত্বের কারণ হিসেবে উঠে আসে কলকাতার বাংলা ছবির নায়ক যশ দাশগুপ্তর সঙ্গে নুসরাতের ঘনিষ্ঠতার বিষয়টি।
এ নিয়ে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। তবে প্রেম, সন্তান নিয়ে একটিবারও মুখ খোলেননি নুসরাত জাহান। এ প্রসঙ্গে প্রথমদিকে কিছুই বলতে চাননি যশ দাশগুপ্তও। গত বুধবার নুসরাতের সন্তানকে নিয়ে প্রথমবার কথা বলেছেন যশ। তার কথায়, ‘আমরা খুব খুশি। অপারেশন নিয়ে নুসরাতের খুব টেনশন ছিল। তবে সবকিছু ভালোভাবে হয়েছে।’
ছেলের মা হয়েছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। বৃহস্পতিবার দুপুর ১টার খানিক আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। এ খবর ইতিমধ্যে জেনে ফেলেছেন সবাই। তবে নতুন তথ্য জানা গেল আজ— নুসরাত তাঁর ছেলের নাম রেখেছেন ঈশান।
তবে এ নামের পেছনেও অনেকে রহস্য খুঁজছেন। আলাপ উঠেছে, অভিনেতা যশ (Yash) দাশগুপ্তর নামের সঙ্গে মিলিয়ে সন্তানের নাম ঈশান (Yishaan) রাখা হয়েছে।
সন্তানের বাবা কে, এ প্রশ্ন তুলে নুসরাতকে কম কটাক্ষ করা হয়নি। কিন্তু নুসরাত ওসব তর্ক-সমালোচনায় কান না দিয়ে নিজের মতো করে থেকেছেন। ছেলের নামকরণের মধ্য দিয়েই কি সব সমালোচনা আর প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী?
গত জুন মাসে প্রকাশ্যে আসে নুসরাতের মা হওয়ার খবর। তখন তাঁর স্বামী নিখিল জৈন অভিযোগ করেছিলেন, সন্তানের বাবা তিনি নন। গতকাল নুসরাত মা হওয়ার পর নিখিল বলেছেন, ‘ওর সঙ্গে সম্পর্ক নেই। ফোনও করব না। তবে ওদের জন্য শুভেচ্ছা রইল।’
গত বছরের শেষ থেকেই নিখিলের সঙ্গে নুসরাতের দূরত্ব বাড়তে থাকে। আলাদা বাড়িতে থাকতে শুরু করেন অভিনেত্রী। এই দূরত্বের কারণ হিসেবে উঠে আসে কলকাতার বাংলা ছবির নায়ক যশ দাশগুপ্তর সঙ্গে নুসরাতের ঘনিষ্ঠতার বিষয়টি।
এ নিয়ে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। তবে প্রেম, সন্তান নিয়ে একটিবারও মুখ খোলেননি নুসরাত জাহান। এ প্রসঙ্গে প্রথমদিকে কিছুই বলতে চাননি যশ দাশগুপ্তও। গত বুধবার নুসরাতের সন্তানকে নিয়ে প্রথমবার কথা বলেছেন যশ। তার কথায়, ‘আমরা খুব খুশি। অপারেশন নিয়ে নুসরাতের খুব টেনশন ছিল। তবে সবকিছু ভালোভাবে হয়েছে।’
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
৫ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
৮ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১৫ ঘণ্টা আগে