গত মাসের শুরুর দিকে খবর বেরিয়েছিল, কলকাতার ছবিতে প্রথমবারের মতো অভিনয় করছেন রাফিয়াথ রশিদ মিথিলা। ছবির নাম ‘মায়া’। বানাচ্ছেন রাজর্ষি দে। উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে বোনা হয়েছে ছবির গল্প। গত ১২ জুলাই থেকে কলকাতা ও আশপাশের এলাকায় শুরু হয়েছে মিথিলার নতুন ছবির কাজ। ‘মায়া’ ছবিতে মিথিলা অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্রে।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে মিথিলার লুক। ছবিতে তিনটি আলাদা বয়সে, আলাদা লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। তার মধ্যে একটি চরিত্রের লুক চমকে দিয়েছে দর্শকদের। জট পাকানো চুল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে পিস্তল–এভাবে আগে কখনো দেখা যায়নি মিথিলাকে।
জানা গেছে, ‘মায়া’র গল্প শুরু হচ্ছে কলকাতায়, ১৯৮৯ সালে। আর শেষ হবে এ সময়ে এসে। এ দীর্ঘ সময়ে মাহিরা থেকে মায়া হয়ে ওঠার জার্নিতে বিভিন্ন রূপে দেখা যাবে মিথিলাকে। ধর্ষিত হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায়, পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা জোগায় অন্য নারীদের—ছবিতে সে গল্পই ফুটে উঠবে।
টালিউডে প্রথম ছবি, প্রথমেই এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে ভীষণ খুশি মিথিলা। তিনি বলেন, ‘গল্পটা ম্যাকবেথ-এর অনুপ্রেরণায় তৈরি বলেই আগ্রহ জন্মেছিল। ছবিতে ভিন্ন তিনটি লুকে থাকব আমি। আশা করি, ভালো কিছু হবে।’ মিথিলা আরও জানিয়েছেন, শুধু ‘মায়া’ নয়, কলকাতার আরও কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। সব ঠিকঠাক থাকলে সেসব ছবিতেও দেখা যাবে তাঁকে।
‘মায়া’র নির্মাতা রাজর্ষি দে বলেন, ‘আমি যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। মিথিলার কিছু কাজ দেখে এই ছবিতে তাঁকে নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য দিই। তিনি সেটা খুব পছন্দ করেন।’
মিথিলার জীবনসঙ্গী কলকাতার আলোচিত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি কি এ ছবিতে অভিনয়ের ব্যাপারে মিথিলাকে কোনো পরামর্শ দিয়েছেন? এ প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘এই ছবিতে রাজর্ষিদাই আমার ক্যাপ্টেন। শুটিংয়ে যাওয়ার আগপর্যন্ত আমার চরিত্র সম্পর্কে কিছু জানাইনি সৃজিতকে। আসলে প্রভাবিত হতে চাইনি।’
মিথিলা ছাড়াও ‘মায়া’য় আরও অভিনয় করছেন
কমলেশ্বর মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, রাহুল, রনিতা দাস ও দেবলীনা কুমার। এ বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজক-নির্মাতার।
গত মাসের শুরুর দিকে খবর বেরিয়েছিল, কলকাতার ছবিতে প্রথমবারের মতো অভিনয় করছেন রাফিয়াথ রশিদ মিথিলা। ছবির নাম ‘মায়া’। বানাচ্ছেন রাজর্ষি দে। উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে বোনা হয়েছে ছবির গল্প। গত ১২ জুলাই থেকে কলকাতা ও আশপাশের এলাকায় শুরু হয়েছে মিথিলার নতুন ছবির কাজ। ‘মায়া’ ছবিতে মিথিলা অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্রে।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে মিথিলার লুক। ছবিতে তিনটি আলাদা বয়সে, আলাদা লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। তার মধ্যে একটি চরিত্রের লুক চমকে দিয়েছে দর্শকদের। জট পাকানো চুল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে পিস্তল–এভাবে আগে কখনো দেখা যায়নি মিথিলাকে।
জানা গেছে, ‘মায়া’র গল্প শুরু হচ্ছে কলকাতায়, ১৯৮৯ সালে। আর শেষ হবে এ সময়ে এসে। এ দীর্ঘ সময়ে মাহিরা থেকে মায়া হয়ে ওঠার জার্নিতে বিভিন্ন রূপে দেখা যাবে মিথিলাকে। ধর্ষিত হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায়, পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা জোগায় অন্য নারীদের—ছবিতে সে গল্পই ফুটে উঠবে।
টালিউডে প্রথম ছবি, প্রথমেই এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে ভীষণ খুশি মিথিলা। তিনি বলেন, ‘গল্পটা ম্যাকবেথ-এর অনুপ্রেরণায় তৈরি বলেই আগ্রহ জন্মেছিল। ছবিতে ভিন্ন তিনটি লুকে থাকব আমি। আশা করি, ভালো কিছু হবে।’ মিথিলা আরও জানিয়েছেন, শুধু ‘মায়া’ নয়, কলকাতার আরও কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। সব ঠিকঠাক থাকলে সেসব ছবিতেও দেখা যাবে তাঁকে।
‘মায়া’র নির্মাতা রাজর্ষি দে বলেন, ‘আমি যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। মিথিলার কিছু কাজ দেখে এই ছবিতে তাঁকে নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য দিই। তিনি সেটা খুব পছন্দ করেন।’
মিথিলার জীবনসঙ্গী কলকাতার আলোচিত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি কি এ ছবিতে অভিনয়ের ব্যাপারে মিথিলাকে কোনো পরামর্শ দিয়েছেন? এ প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘এই ছবিতে রাজর্ষিদাই আমার ক্যাপ্টেন। শুটিংয়ে যাওয়ার আগপর্যন্ত আমার চরিত্র সম্পর্কে কিছু জানাইনি সৃজিতকে। আসলে প্রভাবিত হতে চাইনি।’
মিথিলা ছাড়াও ‘মায়া’য় আরও অভিনয় করছেন
কমলেশ্বর মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, রাহুল, রনিতা দাস ও দেবলীনা কুমার। এ বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজক-নির্মাতার।
শনিবারের সকালটি যেন বিষাদে ভরা এক সংগীত—শব্দহীন অথচ গভীর প্রার্থনায় মগ্ন। চলে গেলেন মুস্তাফা জামান আব্বাসী। তিনি কেবল শুধু একজন সংগীতশিল্পী বা গবেষক নন, ছিলেন আমাদের সাংস্কৃতিক সত্তার এক সৌম্য প্রতিনিধি, এক অনন্য মানুষ। নব্বইয়ের দশকের মাঝামাঝি, পুরানা পল্টনের সরু গলির ভেতরে সাপ্তাহিক...
৫ ঘণ্টা আগেআজ আন্তর্জাতিক মা দিবস। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম দিলারা জামান ও ডলি জহুর। শিল্পীরা বাস্তবেও তাঁদের মা বলে ডাকেন। তাঁরাও জড়িয়ে গেছেন পর্দার সন্তানের মায়ায়। দুজনেই দেশে একা থাকেন, আর তাঁদের সন্তানেরা থাকেন প্রবাসে। সন্তানদের সঙ্গে বিদেশে না গিয়ে...
৫ ঘণ্টা আগে২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক নাজিফা তুষির। প্রথম সিনেমায় অতটা সাফল্য পাননি। তাই দীর্ঘদিন ছিলেন বড় পর্দা থেকে দূরে। ৬ বছর বিরতির পর ২০২২ সালে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ দিয়ে চমকে দেন তুষি। এরপর আবার অন্তরালে। হাওয়ার সাফল্যের দুই বছর পর গত অক্টোবরে জানা যায়, সুমনের আরও একটি সিনেমায়...
৬ ঘণ্টা আগেওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট দেখেন অজয় দেবগন। কমেডি সিরিজই তাঁর বেশি পছন্দের। বোম্বে টাইমসকে অভিনেতা জানিয়েছেন, এখন কোন সিরিজ দেখছেন তিনি। সবাইকে সিরিজটি দেখার পরামর্শও দিয়েছেন অজয়।
৬ ঘণ্টা আগে