রাজারকুলে দুই তলা বেসরকারি পাঠাগার
কক্সবাজারের রামু উপজেলার প্রত্যন্ত গ্রাম রাজারকুলে নির্মিত হচ্ছে ২৫ লাখ টাকা ব্যয়ে বেসরকারি গণগ্রন্থাগার। ১০ হাজারের অধিক জনসংখ্যার এ রাজারকুলে বই পড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চার বছর ধরে কাজ করছে জ্ঞানান্বেষণ পাঠাগার।