Ajker Patrika

দুই উপজেলায় জব্দ ৩০ হাজার ইয়াবা, আটক ৫

চন্দনাইশ ও লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭: ৪৭
দুই উপজেলায় জব্দ ৩০ হাজার ইয়াবা, আটক ৫

চট্টগ্রামের চন্দনাইশ ও লোহাগাড়ায় ৩০ হাজারের বেশি ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

গত বুধবার চন্দনাইশের দোহাজারী তদন্ত কেন্দ্রের সামনে থেকে ২০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়। এ ছাড়া গত বুধবার সন্ধ্যার পর লোহাগাড়ার চুনতির বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে দুটি অভিযানে ৪ জনকে ১০ হাজার ৬৫০ ইয়াবাসহ আটক করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন সরকার বলেন, ইয়াবা বহনের সময় একটি ডাম্প ট্রাকসহ তাঁরা মো. বাবুল মিয়া (৩৫) নামের একজনকে আটক করেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।

গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার চুনতির বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনের মহাসড়ক থেকে ৪ হাজার ২০০ ইয়াবাসহ শেখ আব্দুর রব (২৬) ও মো. আনোয়ার হোসেনকে (৩৪) এবং সন্ধ্যা ৭টার দিকে একই এলাকা থেকে ৬ হাজার ৪৫০ ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ সোহাগ প্যাদা (৩৫) ও মো. বিল্লালকে (২৫) আটক করে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে লোহাগাড়া থানায় পৃথক মামলা হয়েছে। তাঁদের গতকাল বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত