নুরুল আলম, মিরসরাই (চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাইয়ে বাণিজ্যিকভাবে গোলমরিচ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকেরা। উপজেলার করেরহাট ইউনিয়নে ৫০০ শতাংশ জমিতে গোল মরিচের চাষ শুরু করেছেন ২০ জন চাষি। বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা’র সহায়তায় প্রত্যেকে ২৫ শতাংশ জমিতে এই চাষ শুরু করেন।
পাহাড়ের উর্বর মাটি গোল মরিচের জন্য আদর্শ জমি। কয়লা খামারপাড়া এলাকায় পাহাড়ের পাদদেশে গোল মরিচ চাষ হচ্ছে। ২০১৭ সালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনায় ও অপকা’র সহযোগিতায় গোল মরিচ চাষ শুরু হয়। এতে অর্থায়ন করছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (আইএফডি)।
কয়লা খামারপাড়া এলাকায় শ্রীকান্ত ত্রিপুরা, দীপন ত্রিপুরা, মোকছেদুর রহমানসহ ২০ চাষি গোলমরিচ চাষ শুরু করেছেন। এ ছাড়া পূর্ব সোনাই বালুটিলা, খামার পাড়া কয়লা, পশ্চিম মসিকদার খীল, গলাচিপা কয়লা, রহমত পুর কয়লা, মুসলিম পুর, কয়লা বড়োপাড়া এলাকার পাহাড়ি আর্দ্র মাটিতে গোল মরিচের আবাদ হচ্ছে। গত সোমবার কয়লা খামারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ৩ ফুট দূরত্বে ৮ ফুট লম্বা পিলারের একটি সারি। একটি সারি থেকে অন্যটির দূরত্ব ৭ ফুট। প্রতি পিলারে ৪-৫টি গোল মরিচের লতা বেড়ে উঠছে।
স্থানীয় চাষি সুরেশ ত্রিপুরা বলেন, ‘৫ বছরে আমরা লাভের মুখ দেখছি। গোল মরিচের চাহিদার পাশাপাশি প্রতি মৌসুমে গাছের কলমের চাহিদা বাড়ছে। আশা করি ভালো ফলন পাব।’
গোলমরিচের চারা উৎপাদন সম্পর্কে আমির হোসেন জানান, গোলমরিচের ডাল থেকে গাঁটযুক্ত কলম কেটে লাগাতে হবে। রোপণের এক থেকে দেড় মাস পর ওই কাটিং থেকে শিকড় বেরিয়ে আসবে। প্রতিটি কলম স্থানীয়ভাবে চাষিদের মাঝে ২০ টাকা দরে বিক্রি হয়। বৈশাখের ১০ থেকে ১৫ তারিখ থেকে আষাঢ়ের মাঝামাঝি পর্যন্ত চারা ও বীজ রোপণের উপযুক্ত সময়।
চাষি দীপন ত্রিপুরা বলেন, ‘সম্ভাবনাময় গোলমরিচ চাষে চাষিরা বিপণন ও পানির সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ ছাড়া এলাকায় একটি নার্সারি শেড প্রয়োজন। এখন আমরা কয়লা বাজারে পাইকারি হিসেবে প্রতি কেজি গোল মরিচ ৬০০ টাকা দামে বিক্রি করে থাকি।’
অপকা’র এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রকল্পের টেকনিশিয়ান অয়ন সাহা বলেন, ‘মিরসরাইতে উৎপাদিত গোলমরিচের গুণগত মান আমদানি করা গোল মরিচ থেকে অনেক ভালো। ২৫ শতাংশের প্রতিটি প্লটে ১২৫টি খুঁটিতে ৫০০টি চারা রোপণ করেছেন চাষিরা। এপ্রিল মাসে চারা রোপণের উপযুক্ত সময়। রোপণের ৩ বছর পর গাছে ফুল আসে। ফুল থেকে ফলন সংগ্রহের জন্য সময় লাগে ৬ মাস। ২৫ বছর পর্যন্ত একটি মরিচ গাছ ফলন দিতে সক্ষম।’
অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর বলেন, ‘বিশ্ব বাজারে গোলমরিচের যথেষ্ট চাহিদা রয়েছে। এ ছাড়া দেশের গোলমরিচের বাজার আমদানির ওপর নির্ভরশীল। একজন কৃষক ২৫ শতাংশ জমিতে গোল মরিচ চাষ করে যা আয় করবে, তার দ্বিগুণ আয় করা সম্ভব গাছের কাটিং চারা বিক্রি করে।’
পিকেএসএফের ভ্যালু চেইন স্পেশালিস্ট ড. এস এম ফারুক উল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড়ি অঞ্চলে কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য গোল মরিচ এবং সাথি ফসল হিসেবে আদা-হলুদ-সবজি ও মসলাজতীয় ফসলকে বেছে নিয়েছি। কৃষকদের প্রশিক্ষণ, বীজ সরবরাহ, বিনিয়োগসহ সব সহায়তা দিয়েছি। এখন ২০টি প্রদর্শনী ফলন দেওয়া শুরু হবে। ২৫ বছর পর্যন্ত কৃষকেরা ফসল পাবেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ সাহা বলেন, ‘মিরসরাইয়ে আপকা নতুনভাবে গোলমরিচ চাষ করেছে। এ বছর থেকে সব খেতে ফলন দেবে। এখন কাটিং শুরু হয়েছে। মিরসরাইয়ে যদি গোলমরিচের ভালো ফলন হয়, আমরা কাটিং সংগ্রহ করে কৃষকদের গোল মরিচ চাষের জন্য প্রশিক্ষণ ও সহায়তা দেব।’
চট্টগ্রামের মিরসরাইয়ে বাণিজ্যিকভাবে গোলমরিচ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকেরা। উপজেলার করেরহাট ইউনিয়নে ৫০০ শতাংশ জমিতে গোল মরিচের চাষ শুরু করেছেন ২০ জন চাষি। বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা’র সহায়তায় প্রত্যেকে ২৫ শতাংশ জমিতে এই চাষ শুরু করেন।
পাহাড়ের উর্বর মাটি গোল মরিচের জন্য আদর্শ জমি। কয়লা খামারপাড়া এলাকায় পাহাড়ের পাদদেশে গোল মরিচ চাষ হচ্ছে। ২০১৭ সালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনায় ও অপকা’র সহযোগিতায় গোল মরিচ চাষ শুরু হয়। এতে অর্থায়ন করছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (আইএফডি)।
কয়লা খামারপাড়া এলাকায় শ্রীকান্ত ত্রিপুরা, দীপন ত্রিপুরা, মোকছেদুর রহমানসহ ২০ চাষি গোলমরিচ চাষ শুরু করেছেন। এ ছাড়া পূর্ব সোনাই বালুটিলা, খামার পাড়া কয়লা, পশ্চিম মসিকদার খীল, গলাচিপা কয়লা, রহমত পুর কয়লা, মুসলিম পুর, কয়লা বড়োপাড়া এলাকার পাহাড়ি আর্দ্র মাটিতে গোল মরিচের আবাদ হচ্ছে। গত সোমবার কয়লা খামারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ৩ ফুট দূরত্বে ৮ ফুট লম্বা পিলারের একটি সারি। একটি সারি থেকে অন্যটির দূরত্ব ৭ ফুট। প্রতি পিলারে ৪-৫টি গোল মরিচের লতা বেড়ে উঠছে।
স্থানীয় চাষি সুরেশ ত্রিপুরা বলেন, ‘৫ বছরে আমরা লাভের মুখ দেখছি। গোল মরিচের চাহিদার পাশাপাশি প্রতি মৌসুমে গাছের কলমের চাহিদা বাড়ছে। আশা করি ভালো ফলন পাব।’
গোলমরিচের চারা উৎপাদন সম্পর্কে আমির হোসেন জানান, গোলমরিচের ডাল থেকে গাঁটযুক্ত কলম কেটে লাগাতে হবে। রোপণের এক থেকে দেড় মাস পর ওই কাটিং থেকে শিকড় বেরিয়ে আসবে। প্রতিটি কলম স্থানীয়ভাবে চাষিদের মাঝে ২০ টাকা দরে বিক্রি হয়। বৈশাখের ১০ থেকে ১৫ তারিখ থেকে আষাঢ়ের মাঝামাঝি পর্যন্ত চারা ও বীজ রোপণের উপযুক্ত সময়।
চাষি দীপন ত্রিপুরা বলেন, ‘সম্ভাবনাময় গোলমরিচ চাষে চাষিরা বিপণন ও পানির সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ ছাড়া এলাকায় একটি নার্সারি শেড প্রয়োজন। এখন আমরা কয়লা বাজারে পাইকারি হিসেবে প্রতি কেজি গোল মরিচ ৬০০ টাকা দামে বিক্রি করে থাকি।’
অপকা’র এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রকল্পের টেকনিশিয়ান অয়ন সাহা বলেন, ‘মিরসরাইতে উৎপাদিত গোলমরিচের গুণগত মান আমদানি করা গোল মরিচ থেকে অনেক ভালো। ২৫ শতাংশের প্রতিটি প্লটে ১২৫টি খুঁটিতে ৫০০টি চারা রোপণ করেছেন চাষিরা। এপ্রিল মাসে চারা রোপণের উপযুক্ত সময়। রোপণের ৩ বছর পর গাছে ফুল আসে। ফুল থেকে ফলন সংগ্রহের জন্য সময় লাগে ৬ মাস। ২৫ বছর পর্যন্ত একটি মরিচ গাছ ফলন দিতে সক্ষম।’
অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর বলেন, ‘বিশ্ব বাজারে গোলমরিচের যথেষ্ট চাহিদা রয়েছে। এ ছাড়া দেশের গোলমরিচের বাজার আমদানির ওপর নির্ভরশীল। একজন কৃষক ২৫ শতাংশ জমিতে গোল মরিচ চাষ করে যা আয় করবে, তার দ্বিগুণ আয় করা সম্ভব গাছের কাটিং চারা বিক্রি করে।’
পিকেএসএফের ভ্যালু চেইন স্পেশালিস্ট ড. এস এম ফারুক উল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড়ি অঞ্চলে কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য গোল মরিচ এবং সাথি ফসল হিসেবে আদা-হলুদ-সবজি ও মসলাজতীয় ফসলকে বেছে নিয়েছি। কৃষকদের প্রশিক্ষণ, বীজ সরবরাহ, বিনিয়োগসহ সব সহায়তা দিয়েছি। এখন ২০টি প্রদর্শনী ফলন দেওয়া শুরু হবে। ২৫ বছর পর্যন্ত কৃষকেরা ফসল পাবেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ সাহা বলেন, ‘মিরসরাইয়ে আপকা নতুনভাবে গোলমরিচ চাষ করেছে। এ বছর থেকে সব খেতে ফলন দেবে। এখন কাটিং শুরু হয়েছে। মিরসরাইয়ে যদি গোলমরিচের ভালো ফলন হয়, আমরা কাটিং সংগ্রহ করে কৃষকদের গোল মরিচ চাষের জন্য প্রশিক্ষণ ও সহায়তা দেব।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫