Ajker Patrika

চার সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭: ১৫
চার সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে চার সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের নতুন পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আনোয়ারা বেগম (২৮)। তিনি আনোয়ারা উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলবনিয়া গ্রামের দিনমজুর মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী।

আনোয়ারার স্বামী মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘তাঁর স্ত্রী ৫-৬ দিন আগে সন্তানসহ বোনের বাড়ি মানিকপুরে বেড়াতে যান। আনোয়ারার ভাই মো. আরিফ তাঁর ভগ্নিপতি মনির আহমদের বাবার কাছে ৫০ হাজার টাকা পান। ওই টাকার জন্য আরিফের স্ত্রীর সঙ্গে আনোয়ারার কথা–কাটাকাটি হয়। আনোয়ারা মনির আহমদের বাবার কাছে তাঁর ভাই আরিফের টাকা কখন দেবে জানতে চান। এ সময় মনিরের দুই ভাই জমির ও মিজানুর রহমান তেড়ে আসেন।’

মোহাম্মদ আবদুল্লাহ আরও বলেন, ‘একপর্যায়ে দুজন মিলে দা দিয়ে আনোয়ারাকে কোপ দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

খবর পেয়ে বেলা ৪টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার উপরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার। তিনি বলেন, ‘আনোয়ারার ঘাড়ে দায়ের কোপের চিহ্ন রয়েছে।’

মা হারিয়ে নির্বাক আনোয়ারা বেগমের চার শিশু সন্তান আব্দুল আজিজ (১১), আব্দুল ওয়াহিদ (৯), হামনা সোলতানা হাফ্সা (৭) ও আব্দুল করিম (৪)।

বড় ছেলে আব্দুল আজিজ কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘আমি আমার মা হত্যার বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে। এ ঘটনায় মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া নেওয়া হবে। আমরা জড়িতদের ধরার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত