সৌদি যাওয়ার ৩ দিনের মাথায় ঝিনাইদহের গৃহবধূর মৃত্যুর খবর দিলেন দালাল, নির্যাতনের অভিযোগ
২২ সেপ্টেম্বর বাথপুকুরিয়া গ্রামের দালাল রফিকুলের মাধ্যমে সৌদি আরব যান ছাবিনা খাতুন। ২৪ সেপ্টেম্বর সৌদি মালিকের বাসায় গিয়ে ছাবিনা দালালের কথার সঙ্গে কাজের কোনো মিল না পেয়ে পরিবারের সদস্যদের ফোন কল করে বিষয়টি জানান। ২৫ তারিখ রফিকুলের মাধ্যমে স্বজনেরা জানতে পারেন, ছাবিনা ভবন থেকে লাফ দিয়ে পড়ে মারা গেছে