গাজীপুরের শ্রীপুরে আয়রিন আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।’
নিহত আয়রিন আক্তার কুড়িগ্রামের অলিপুর থানার কুরপুরা গ্রামের রাজু মিয়ার স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে একটি ভাড়াবাড়িতে থাকতেন। রাজু মিয়া শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।
আয়রিন আক্তারের বোন আফরিন আক্তার বলেন, ‘দুই মাস আগে আয়রিনের বিয়ে হয় পাশের গ্রামের রাজুর সঙ্গে। বিয়ের এক সপ্তাহ পর থেকে সে স্বামীর সঙ্গে থাকত। আজ আয়রিন আত্মহত্যা করছে বলে আমাকে ফোন করে জানায় বোনের দেবর সাজু। এরপর ঘটনাস্থলে গিয়ে বোনের লাশ দেখতে পাই। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে তেমন বনিবনা হতো না।’
এ বিষয়ে নিহতের দেবর সাজু মিয়া বলেন, ‘দিনের কোনো এক সময় আমার ভাবি বাথরুমের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে সবাইকে অবহিত করেন। এরপর বাসার মালিক পুলিশকে জানালে পুলিশ এসে রাতে লাশ উদ্ধার করে নিয়ে যায়। কী কারণে ভাবি আত্মহত্যা করল কিছুই বলতে জানি না।’
এসআই আবু রায়হান বলেন, ‘স্থানীয় লোকজন ও নিহতের স্বজনের কাছ থেকে জানতে পারছি বিয়ের পর থেকে আয়রিন স্বামীর সঙ্গে তেমন কথাবার্তা বলত না। স্বামীকে অপছন্দ করত। এসব কারণে হতাশাগ্রস্ত হয়ে গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানতে পারি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
গাজীপুরের শ্রীপুরে আয়রিন আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।’
নিহত আয়রিন আক্তার কুড়িগ্রামের অলিপুর থানার কুরপুরা গ্রামের রাজু মিয়ার স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে একটি ভাড়াবাড়িতে থাকতেন। রাজু মিয়া শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।
আয়রিন আক্তারের বোন আফরিন আক্তার বলেন, ‘দুই মাস আগে আয়রিনের বিয়ে হয় পাশের গ্রামের রাজুর সঙ্গে। বিয়ের এক সপ্তাহ পর থেকে সে স্বামীর সঙ্গে থাকত। আজ আয়রিন আত্মহত্যা করছে বলে আমাকে ফোন করে জানায় বোনের দেবর সাজু। এরপর ঘটনাস্থলে গিয়ে বোনের লাশ দেখতে পাই। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে তেমন বনিবনা হতো না।’
এ বিষয়ে নিহতের দেবর সাজু মিয়া বলেন, ‘দিনের কোনো এক সময় আমার ভাবি বাথরুমের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে সবাইকে অবহিত করেন। এরপর বাসার মালিক পুলিশকে জানালে পুলিশ এসে রাতে লাশ উদ্ধার করে নিয়ে যায়। কী কারণে ভাবি আত্মহত্যা করল কিছুই বলতে জানি না।’
এসআই আবু রায়হান বলেন, ‘স্থানীয় লোকজন ও নিহতের স্বজনের কাছ থেকে জানতে পারছি বিয়ের পর থেকে আয়রিন স্বামীর সঙ্গে তেমন কথাবার্তা বলত না। স্বামীকে অপছন্দ করত। এসব কারণে হতাশাগ্রস্ত হয়ে গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানতে পারি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
নীলফামারীর কিশোরগঞ্জে মাহফুজার রহমান (৩৬) নামের এক ভুয়া সমন্বয়ককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। গতকাল শনিবার (৩ মে) রাতে উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের রাজীব এলাকার তিস্তা সেচ ক্যানেল থেকে তাঁকে আটক করা হয়।
১৬ মিনিট আগেরাজধানীর ডেমরায় এক তরুণীকে (১৯) উত্ত্যক্তের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৫ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ওই ইউপি সদস্যের নাম মো. জাফর সিকদার। তিনি মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
২৯ মিনিট আগেরাজধানীর তেজগাঁও এলাকার ৬ থানায় নিয়মিত টহল ও অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আদালতে সোপর্দ করা হয়েছে।
৪১ মিনিট আগে