নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। ওই গৃহবধূ মুক্তা আক্তার পুতুল (২৪) ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী।
মা বর্তমানে সুস্থ থাকলেও শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে জন্ম দেওয়া চার শিশুর নাম রাখা হয়েছে সায়েম, সালিম, আলিম ও আয়শা। চিকিৎসকেরা জানিয়েছেন, চার শিশুর ওজন অপেক্ষাকৃত কম। তাই এখনই তাদের শঙ্কামুক্ত বলা যাবে না।
শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আর তালুকদার মুজিব বলেন, সিজারিয়ান অপারেশনে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। প্রসূতি মা ও সন্তানেরা সুস্থ আছে। শিশুদের শারীরিক গঠন ও বাহ্যিক অবয়ব স্বাভাবিক রয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শহিন বলেন, ভূমিষ্ঠ হওয়ার সময় স্বাভাবিক একটি শিশুর শরীরে যে ওজন থাকার কথা, তা চারটি বাচ্চার কারোরই নেই। তাই চারটি শিশুকেই হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। যে কারণে কোনো শিশুকেই এখনই শঙ্কামুক্ত বলা যাবে না।
নবজাতকদের নানি মায়া বেগম জানান, ১০ বছর আগে তার মেয়ে মুক্তার বিয়ে হয়েছে। তাদের সংসারে সাত বছরের একটি মেয়ে রয়েছে। বর্তমানে মুক্তার স্বামী সিদ্দিকুর রহমান বাহারাইন আছেন। সিদ্দিক প্রবাসে থেকে স্বজনদের সঙ্গে কথা বলে সবার কাছে তার সন্তানদের জন্য দোয়া চেয়েছেন।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। ওই গৃহবধূ মুক্তা আক্তার পুতুল (২৪) ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী।
মা বর্তমানে সুস্থ থাকলেও শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে জন্ম দেওয়া চার শিশুর নাম রাখা হয়েছে সায়েম, সালিম, আলিম ও আয়শা। চিকিৎসকেরা জানিয়েছেন, চার শিশুর ওজন অপেক্ষাকৃত কম। তাই এখনই তাদের শঙ্কামুক্ত বলা যাবে না।
শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আর তালুকদার মুজিব বলেন, সিজারিয়ান অপারেশনে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। প্রসূতি মা ও সন্তানেরা সুস্থ আছে। শিশুদের শারীরিক গঠন ও বাহ্যিক অবয়ব স্বাভাবিক রয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শহিন বলেন, ভূমিষ্ঠ হওয়ার সময় স্বাভাবিক একটি শিশুর শরীরে যে ওজন থাকার কথা, তা চারটি বাচ্চার কারোরই নেই। তাই চারটি শিশুকেই হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। যে কারণে কোনো শিশুকেই এখনই শঙ্কামুক্ত বলা যাবে না।
নবজাতকদের নানি মায়া বেগম জানান, ১০ বছর আগে তার মেয়ে মুক্তার বিয়ে হয়েছে। তাদের সংসারে সাত বছরের একটি মেয়ে রয়েছে। বর্তমানে মুক্তার স্বামী সিদ্দিকুর রহমান বাহারাইন আছেন। সিদ্দিক প্রবাসে থেকে স্বজনদের সঙ্গে কথা বলে সবার কাছে তার সন্তানদের জন্য দোয়া চেয়েছেন।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৮ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
৩০ মিনিট আগে