ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় দীপা বিশ্বাস (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দীপার লাশ উদ্ধারের ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি তাঁকে হত্যা করা হয়েছে।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান শাকিল। তিনি বলেন, ‘আজ সোমবার সকালে গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
দীপা বিশ্বাস নগরকান্দা উপজেলার দফা দক্ষিণ পাড়া এলাকার প্রসিদ্ধ বিশ্বাস ওরফে শিবুর স্ত্রী। এ ছাড়া তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের সুশান্ত কর্মকারের মেয়ে।
দীপা বিশ্বাসের বাবা সুশান্ত কর্মকারের দাবি, তাঁর মেয়ে দীপাকে স্বামী শিবু ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করেছেন। এর আগেও কয়েক দফা তাঁর মেয়েকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতন করেছেন।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, প্রায় চার বছর আগে প্রসিদ্ধ বিশ্বাস শিবুর সঙ্গে বিয়ে হয় দীপার। তাঁদের ঘরে দেড় বছরের ছেলে সন্তান রয়েছে। গতকাল সন্ধ্যায় যৌতুকের দাবিতে স্বামী ও পরিবারের লোকজন দীপাকে নির্যাতন ও মারধর করেন। পরে তাঁকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দীপাকে মৃত ঘোষণা করেন। দীপার গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্বামী শিবু স্থানীয় সংবাদদাতা হিসেবে কয়েকটি পত্রিকায় কাজ করেন বলে জানা গেছে।
এসপি আসাদুজ্জামান শাকিল বলেন, ‘খবর পেয়ে দীপা বিশ্বাসের লাশ নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই লাশের সঙ্গে থাকা স্বামী হাসপাতাল থেকে পালিয়ে যান। দীপার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ফরিদপুরের নগরকান্দায় দীপা বিশ্বাস (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দীপার লাশ উদ্ধারের ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি তাঁকে হত্যা করা হয়েছে।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান শাকিল। তিনি বলেন, ‘আজ সোমবার সকালে গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
দীপা বিশ্বাস নগরকান্দা উপজেলার দফা দক্ষিণ পাড়া এলাকার প্রসিদ্ধ বিশ্বাস ওরফে শিবুর স্ত্রী। এ ছাড়া তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের সুশান্ত কর্মকারের মেয়ে।
দীপা বিশ্বাসের বাবা সুশান্ত কর্মকারের দাবি, তাঁর মেয়ে দীপাকে স্বামী শিবু ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করেছেন। এর আগেও কয়েক দফা তাঁর মেয়েকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতন করেছেন।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, প্রায় চার বছর আগে প্রসিদ্ধ বিশ্বাস শিবুর সঙ্গে বিয়ে হয় দীপার। তাঁদের ঘরে দেড় বছরের ছেলে সন্তান রয়েছে। গতকাল সন্ধ্যায় যৌতুকের দাবিতে স্বামী ও পরিবারের লোকজন দীপাকে নির্যাতন ও মারধর করেন। পরে তাঁকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দীপাকে মৃত ঘোষণা করেন। দীপার গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্বামী শিবু স্থানীয় সংবাদদাতা হিসেবে কয়েকটি পত্রিকায় কাজ করেন বলে জানা গেছে।
এসপি আসাদুজ্জামান শাকিল বলেন, ‘খবর পেয়ে দীপা বিশ্বাসের লাশ নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই লাশের সঙ্গে থাকা স্বামী হাসপাতাল থেকে পালিয়ে যান। দীপার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আলমগীর জানান, বাড়ির পাশের কুমড়োর খালের ধারে শূন্যরেখা বরাবর তাঁর একটি মাছের ঘের রয়েছে। অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যাওয়ায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঘেরে নেট দিতে গেলে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছররা গুলি ছোড়ে। এতে তাঁর মাথা, মুখ, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
৬ মিনিট আগেঅন্তঃসত্ত্বা সাদিয়া দিশেহারা হয়ে গেলেন স্বামীর শেষ স্মৃতি গর্ভের সন্তানের নিরাপত্তার কথা ভেবে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় বাবা শাহাব উদ্দিন ওরফে আব্দুর রাজ্জাক এসে তাঁকে নিয়ে গেলেন ঈশ্বরগঞ্জ উপজেলার পুনাইল গ্রামে নিজ বাড়িতে। এমন কঠিন দুঃসময়ে পাশে দাঁড়াননি শ্বশুরবাড়ির লোকজন। পাননি কোনো সান্ত্বনাও।
১০ মিনিট আগেসাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।
৩১ মিনিট আগেশ্রীপুর পৌরসভার চৌরাস্তা এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের এক কিলোমিটারজুড়ে পিচ উঠে গেছে, বেরিয়ে এসেছে নিচের পাথর। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত, তাতে জমেছে বৃষ্টির পানি। ছোট গাড়ি থেকে শুরু করে কনটেইনারবাহী ট্রাক পর্যন্ত এসব গর্তের ভেতর দিয়ে হেলেধুলে চলাচল করছে। যানজটও লেগে থাকছে দীর্ঘ সময়।
১ ঘণ্টা আগে