রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় পূর্বশত্রুতার জেরে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর ও গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার তাজেল মিয়া (৪২) নামে একজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত রোববার উপজেলার শ্রীনগর ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক মামুন মোল্লাসহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের নামে থানায় মামলা করেন ভুক্তভোগী।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল রহমান আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার শ্রীনগরে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর ও গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে ছাত্রলীগ নেতা মামুনসহ আরও কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা আসবাবপত্র ভাঙচুর, স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুটপাট করে পালিয়ে যায়। তাদের হামলায় আহত মো. ইসমাইল (৪৫) ও লাল চাঁন (৭০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পরে ভুক্তভোগী বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগ নেতা মামুনসহ আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে হামলা চালান। পরে গৃহবধূর চিৎকারে তাঁর দেবর ইসমাইল ও শ্বশুর লাল চাঁন মিয়া এগিয়ে আসলে তাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে হামলাকারীরা গৃহবধূর পরনের কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে। এ সময় তারা বসতঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর, স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুটপাট করে পালিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত মামুন মোল্লার মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রায়পুরা থানায় উপপরিদর্শক (এসআই) মো. বাপ্পি কবিরাজ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নরসিংদীর রায়পুরায় পূর্বশত্রুতার জেরে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর ও গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার তাজেল মিয়া (৪২) নামে একজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত রোববার উপজেলার শ্রীনগর ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক মামুন মোল্লাসহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের নামে থানায় মামলা করেন ভুক্তভোগী।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল রহমান আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার শ্রীনগরে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর ও গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে ছাত্রলীগ নেতা মামুনসহ আরও কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা আসবাবপত্র ভাঙচুর, স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুটপাট করে পালিয়ে যায়। তাদের হামলায় আহত মো. ইসমাইল (৪৫) ও লাল চাঁন (৭০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পরে ভুক্তভোগী বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগ নেতা মামুনসহ আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে হামলা চালান। পরে গৃহবধূর চিৎকারে তাঁর দেবর ইসমাইল ও শ্বশুর লাল চাঁন মিয়া এগিয়ে আসলে তাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে হামলাকারীরা গৃহবধূর পরনের কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে। এ সময় তারা বসতঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর, স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুটপাট করে পালিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত মামুন মোল্লার মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রায়পুরা থানায় উপপরিদর্শক (এসআই) মো. বাপ্পি কবিরাজ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন...
৫ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
৬ মিনিট আগেমিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন তিনি।
৮ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
১১ মিনিট আগে