বৃক্ষের মেলায়
ডুগডুগি, প্যারাস্যুট, তুড়ি চণ্ডাল, মদন, কালোমেঘ, সূর্যকন্যা কিংবা দণ্ডকলস শব্দগুলো শুনলে একটু খটকা লাগে প্রথমে। প্রশ্ন জাগে, এগুলো কী? যাঁরা কিছুটা খোঁজখবর রাখেন পৃথিবীর বৃক্ষরাজির, তাঁরা হয়তো বলতে পারবেন, এগুলো বিভিন্ন ধরনের গাছ বা উদ্ভিদ।