Ajker Patrika

হচ্ছে না নিলাম, চুরি যাচ্ছে গাছ

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১২: ৪৪
হচ্ছে না নিলাম, চুরি যাচ্ছে গাছ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাভুক্ত সামাজিক বনায়নের অধিকাংশ বাগানের মেয়াদ পূর্ণ হলেও নিলামের উদ্যোগ নেয়নি বন বিভাগ। এ সুযোগে কামারছড়া বনবিট, আদমপুর বনবিট ও রাজকান্দি রেঞ্জ সদরের আগর বাগান ও কৃষি বন বাগান থেকে অবাধে চুরি হচ্ছে গাছ।

সুবিধাভোগীদের অভিযোগ, রাজকান্দি রেঞ্জের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশেই চলছে সামাজিক বনায়নের মূল্যবান গাছ লুট।

সামাজিক বনায়নের কয়েকটি বাগানে খোঁজ নিয়ে জানা গেছে, রাজকান্দি রেঞ্জের আদমপুর বনবিট এলাকায় সৃজিত আগর বাগান ২০০১ সাল থেকে ২০ বছর মেয়াদে ২০২১ সালে মেয়াদ পূর্ণ হয়। কামারছড়া বনবিট এলাকায় কৃষি বন বাগান ২০০৮ সাল থেকে ১০ বছর মেয়াদে ২০১৮ সালে মেয়াদ পূর্ণ হয়। কামারছড়া বনবিট এলাকায় সৃজিত আগর বাগানে একই মেয়াদে ২০১৮ সালে মেয়াদ পূর্ণ হয়। ২০১০ ও ২০১১ সালে রাজকান্দি রেঞ্জ সদরের সিলেট রেলপথে সৃজিত রেল বন বাগানের মেয়াদ যথাক্রমে ২০২০ ও ২০২১ সালে পূর্ণ হয়।

সামাজিক বনায়নের সৃজিত বাগানের সুবিধাভোগীরা জানান, কামারছড়া ও আদমপুর বনবিটের অধিকাংশ বাগানের মেয়াদ অনেক আগেই পূর্ণ হয়েছে। এসব বাগানের মেয়াদ পূর্ণ হলেও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করলেও গাছ মার্কিং কিংবা নিলামের কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান হচ্ছে না।

জানা গেছে, বাগানের সুবিধাভোগীদের বেশির ভাগই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত। লাভের আশায় ধার-দেনা করে বাগানের খরচ জুগিয়েছেন তাঁরা। কয়েকটি বাগানে দীর্ঘ মেয়াদে বেতন দিতে না পেরে চৌকিদারদের বাদ দিতে হয়েছে। এখন রাতের আঁধারে সামাজিক বনায়নের মূল্যবান গাছ কেটে নিচ্ছে চোরচক্র।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাভুক্ত কামারছড়া ও আদমপুর বনবিটের শত শত হেক্টর সামাজিক বনায়নের বাগান থেকে ঘন ঘন গাছ চুরি হচ্ছে। বেশির ভাগই আগর ও কৃষি বন বাগান। আদমপুর বনবিটের আগর বাগানে বেশ কিছু আগর গাছের গুঁড়া পড়ে রয়েছে।

আদমপুর সামাজিক বনায়নের সুবিধাভোগী মো. সবুর মিয়া, জাহাঙ্গীর হোসেন মুন্না (রানা) অভিযোগ করে বলেন, বাগানের মেয়াদ পূর্ণ হলেও বন বিভাগ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। শুধু কালক্ষেপণ করছে।

আদমপুর বনবিট কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, ‘আগর বাগানের মেয়াদ পূর্ণের বিষয়টি নজরে আছে। বাগান থেকে প্রায়ই গাছ চুরি হচ্ছে। আমরা গাছ চুরি প্রতিরোধের চেষ্টা করছি। ডিএফও ও রেঞ্জার স্যারের সঙ্গে বাগানের বিষয়টি নিয়ে কথা বলব।’

বাগানের মেয়াদ পূর্ণের বিষয়ে সিলেট বিভাগীয় বন সংরক্ষক তৌফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি রাজকান্দি রেঞ্জ কর্মকর্তার সঙ্গে আলোচনা করব।’

রাজকান্দি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘এখন ব্যস্ত আছি। কিছুদিনের মধ্যে উপজেলা বন কমিটির সভা ডেকে বিষয়টি উপস্থাপন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত