মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাভুক্ত সামাজিক বনায়নের অধিকাংশ বাগানের মেয়াদ পূর্ণ হলেও নিলামের উদ্যোগ নেয়নি বন বিভাগ। এ সুযোগে কামারছড়া বনবিট, আদমপুর বনবিট ও রাজকান্দি রেঞ্জ সদরের আগর বাগান ও কৃষি বন বাগান থেকে অবাধে চুরি হচ্ছে গাছ।
সুবিধাভোগীদের অভিযোগ, রাজকান্দি রেঞ্জের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশেই চলছে সামাজিক বনায়নের মূল্যবান গাছ লুট।
সামাজিক বনায়নের কয়েকটি বাগানে খোঁজ নিয়ে জানা গেছে, রাজকান্দি রেঞ্জের আদমপুর বনবিট এলাকায় সৃজিত আগর বাগান ২০০১ সাল থেকে ২০ বছর মেয়াদে ২০২১ সালে মেয়াদ পূর্ণ হয়। কামারছড়া বনবিট এলাকায় কৃষি বন বাগান ২০০৮ সাল থেকে ১০ বছর মেয়াদে ২০১৮ সালে মেয়াদ পূর্ণ হয়। কামারছড়া বনবিট এলাকায় সৃজিত আগর বাগানে একই মেয়াদে ২০১৮ সালে মেয়াদ পূর্ণ হয়। ২০১০ ও ২০১১ সালে রাজকান্দি রেঞ্জ সদরের সিলেট রেলপথে সৃজিত রেল বন বাগানের মেয়াদ যথাক্রমে ২০২০ ও ২০২১ সালে পূর্ণ হয়।
সামাজিক বনায়নের সৃজিত বাগানের সুবিধাভোগীরা জানান, কামারছড়া ও আদমপুর বনবিটের অধিকাংশ বাগানের মেয়াদ অনেক আগেই পূর্ণ হয়েছে। এসব বাগানের মেয়াদ পূর্ণ হলেও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করলেও গাছ মার্কিং কিংবা নিলামের কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান হচ্ছে না।
জানা গেছে, বাগানের সুবিধাভোগীদের বেশির ভাগই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত। লাভের আশায় ধার-দেনা করে বাগানের খরচ জুগিয়েছেন তাঁরা। কয়েকটি বাগানে দীর্ঘ মেয়াদে বেতন দিতে না পেরে চৌকিদারদের বাদ দিতে হয়েছে। এখন রাতের আঁধারে সামাজিক বনায়নের মূল্যবান গাছ কেটে নিচ্ছে চোরচক্র।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাভুক্ত কামারছড়া ও আদমপুর বনবিটের শত শত হেক্টর সামাজিক বনায়নের বাগান থেকে ঘন ঘন গাছ চুরি হচ্ছে। বেশির ভাগই আগর ও কৃষি বন বাগান। আদমপুর বনবিটের আগর বাগানে বেশ কিছু আগর গাছের গুঁড়া পড়ে রয়েছে।
আদমপুর সামাজিক বনায়নের সুবিধাভোগী মো. সবুর মিয়া, জাহাঙ্গীর হোসেন মুন্না (রানা) অভিযোগ করে বলেন, বাগানের মেয়াদ পূর্ণ হলেও বন বিভাগ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। শুধু কালক্ষেপণ করছে।
আদমপুর বনবিট কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, ‘আগর বাগানের মেয়াদ পূর্ণের বিষয়টি নজরে আছে। বাগান থেকে প্রায়ই গাছ চুরি হচ্ছে। আমরা গাছ চুরি প্রতিরোধের চেষ্টা করছি। ডিএফও ও রেঞ্জার স্যারের সঙ্গে বাগানের বিষয়টি নিয়ে কথা বলব।’
বাগানের মেয়াদ পূর্ণের বিষয়ে সিলেট বিভাগীয় বন সংরক্ষক তৌফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি রাজকান্দি রেঞ্জ কর্মকর্তার সঙ্গে আলোচনা করব।’
রাজকান্দি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘এখন ব্যস্ত আছি। কিছুদিনের মধ্যে উপজেলা বন কমিটির সভা ডেকে বিষয়টি উপস্থাপন করব।’
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাভুক্ত সামাজিক বনায়নের অধিকাংশ বাগানের মেয়াদ পূর্ণ হলেও নিলামের উদ্যোগ নেয়নি বন বিভাগ। এ সুযোগে কামারছড়া বনবিট, আদমপুর বনবিট ও রাজকান্দি রেঞ্জ সদরের আগর বাগান ও কৃষি বন বাগান থেকে অবাধে চুরি হচ্ছে গাছ।
সুবিধাভোগীদের অভিযোগ, রাজকান্দি রেঞ্জের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশেই চলছে সামাজিক বনায়নের মূল্যবান গাছ লুট।
সামাজিক বনায়নের কয়েকটি বাগানে খোঁজ নিয়ে জানা গেছে, রাজকান্দি রেঞ্জের আদমপুর বনবিট এলাকায় সৃজিত আগর বাগান ২০০১ সাল থেকে ২০ বছর মেয়াদে ২০২১ সালে মেয়াদ পূর্ণ হয়। কামারছড়া বনবিট এলাকায় কৃষি বন বাগান ২০০৮ সাল থেকে ১০ বছর মেয়াদে ২০১৮ সালে মেয়াদ পূর্ণ হয়। কামারছড়া বনবিট এলাকায় সৃজিত আগর বাগানে একই মেয়াদে ২০১৮ সালে মেয়াদ পূর্ণ হয়। ২০১০ ও ২০১১ সালে রাজকান্দি রেঞ্জ সদরের সিলেট রেলপথে সৃজিত রেল বন বাগানের মেয়াদ যথাক্রমে ২০২০ ও ২০২১ সালে পূর্ণ হয়।
সামাজিক বনায়নের সৃজিত বাগানের সুবিধাভোগীরা জানান, কামারছড়া ও আদমপুর বনবিটের অধিকাংশ বাগানের মেয়াদ অনেক আগেই পূর্ণ হয়েছে। এসব বাগানের মেয়াদ পূর্ণ হলেও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করলেও গাছ মার্কিং কিংবা নিলামের কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান হচ্ছে না।
জানা গেছে, বাগানের সুবিধাভোগীদের বেশির ভাগই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত। লাভের আশায় ধার-দেনা করে বাগানের খরচ জুগিয়েছেন তাঁরা। কয়েকটি বাগানে দীর্ঘ মেয়াদে বেতন দিতে না পেরে চৌকিদারদের বাদ দিতে হয়েছে। এখন রাতের আঁধারে সামাজিক বনায়নের মূল্যবান গাছ কেটে নিচ্ছে চোরচক্র।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাভুক্ত কামারছড়া ও আদমপুর বনবিটের শত শত হেক্টর সামাজিক বনায়নের বাগান থেকে ঘন ঘন গাছ চুরি হচ্ছে। বেশির ভাগই আগর ও কৃষি বন বাগান। আদমপুর বনবিটের আগর বাগানে বেশ কিছু আগর গাছের গুঁড়া পড়ে রয়েছে।
আদমপুর সামাজিক বনায়নের সুবিধাভোগী মো. সবুর মিয়া, জাহাঙ্গীর হোসেন মুন্না (রানা) অভিযোগ করে বলেন, বাগানের মেয়াদ পূর্ণ হলেও বন বিভাগ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। শুধু কালক্ষেপণ করছে।
আদমপুর বনবিট কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, ‘আগর বাগানের মেয়াদ পূর্ণের বিষয়টি নজরে আছে। বাগান থেকে প্রায়ই গাছ চুরি হচ্ছে। আমরা গাছ চুরি প্রতিরোধের চেষ্টা করছি। ডিএফও ও রেঞ্জার স্যারের সঙ্গে বাগানের বিষয়টি নিয়ে কথা বলব।’
বাগানের মেয়াদ পূর্ণের বিষয়ে সিলেট বিভাগীয় বন সংরক্ষক তৌফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি রাজকান্দি রেঞ্জ কর্মকর্তার সঙ্গে আলোচনা করব।’
রাজকান্দি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘এখন ব্যস্ত আছি। কিছুদিনের মধ্যে উপজেলা বন কমিটির সভা ডেকে বিষয়টি উপস্থাপন করব।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৫ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫