এনসিপির সমাবেশে ১ হাজার লোক, অর্ধেক ভাড়া করা: মোনায়েম মুন্না
এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) শুক্রবারের সমাবেশে সব মিলিয়ে এক হাজারের মতো লোক হয়েছে। এর মধ্যে অর্ধেক লোক ছিল ভাড়া করা ভদ্রমহিলা। তাঁরা যে নিজেদের এত মেধাবী ও তারুণ্যদীপ্ত দাবি করেন, তাঁদের সমাবেশ দেখে কি তারুণ্যদীপ্ত মনে হয়েছে?