খুলনা প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলায় জমি দখল করতে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট করা হয়েছে। তারপর সেই জমিতে বেসরকারি শিপইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। আজ শনিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমির মালিক ক্ষতিগ্রস্ত ছয়জন এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিরন্ময় সানা বলেন, ‘দাকোপ উপজেলার পানখালী ১ নম্বর ওয়ার্ডের খলিশা গ্রামে পৈতৃকসূত্রে প্রাপ্ত জমি আমরা বংশপরম্পরায় ভোগদখল করে আসছি। সম্প্রতি ‘অ্যাভানগার্ড শিপইয়ার্ড লিমিটেড কোম্পানি’ নামের একটি কোম্পানি শিপইয়ার্ড নির্মাণের জন্য জমি কিনতে চাইলে এলাকাবাসী জমি না বেচার সিদ্ধান্ত নেয়। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই কোম্পানির পক্ষে দাকোপ থানা বিএনপির আহ্বায়ক অসিত বরণ সাহা, সদস্যসচিব মান্নান খান, দাকোপ পৌর আহ্বায়ক মোজাফ্ফর শেখ ও পৌর শাখার সদস্যসচিব আলামিন সানাসহ অন্যরা জমির মালিকদের কোম্পানির কাছে জমি বিক্রি করার জন্য হুমকি ও ভয়ভীতি দেখান। এই অবস্থায় গত বছরের ২০ নভেম্বর কোম্পানির পক্ষে দাকোপ থানা বিএনপির নেতা-কর্মীরা ৪-৫ শতাধিক লোক নিয়ে এলাকাবাসীর বসতভিটা ও ফসলি জমি জবর দখল করে এবং আধা পাকা ধানখেতে বালু ভরাট করে।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অপরিপক্ব ধানের জমিতে বালু ভরাট ও জমি দখলের সময় ক্ষতিগ্রস্তরা থানা ও উপজেলা প্রশাসনের কাছে গিয়েও কোনো প্রতিকার পাননি বলে তাঁদের অভিযোগ।
অভিযোগ সম্পর্কে জানতে বেসরকারি অ্যাভানগার্ড শিপইয়ার্ড লিমিটেডের ম্যানেজার কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই অভিযোগ সঠিক নয়। তাঁরা যদি জমির সঠিক কাগজপত্র দেখাতে পারেন, তাহলে আমরা জমি ছেড়ে দেব। তা ছাড়া জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত তাঁদের পক্ষে রায় দিলেও আমরা জমি ছেড়ে দেব।’
খুলনার দাকোপ উপজেলায় জমি দখল করতে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট করা হয়েছে। তারপর সেই জমিতে বেসরকারি শিপইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। আজ শনিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমির মালিক ক্ষতিগ্রস্ত ছয়জন এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিরন্ময় সানা বলেন, ‘দাকোপ উপজেলার পানখালী ১ নম্বর ওয়ার্ডের খলিশা গ্রামে পৈতৃকসূত্রে প্রাপ্ত জমি আমরা বংশপরম্পরায় ভোগদখল করে আসছি। সম্প্রতি ‘অ্যাভানগার্ড শিপইয়ার্ড লিমিটেড কোম্পানি’ নামের একটি কোম্পানি শিপইয়ার্ড নির্মাণের জন্য জমি কিনতে চাইলে এলাকাবাসী জমি না বেচার সিদ্ধান্ত নেয়। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই কোম্পানির পক্ষে দাকোপ থানা বিএনপির আহ্বায়ক অসিত বরণ সাহা, সদস্যসচিব মান্নান খান, দাকোপ পৌর আহ্বায়ক মোজাফ্ফর শেখ ও পৌর শাখার সদস্যসচিব আলামিন সানাসহ অন্যরা জমির মালিকদের কোম্পানির কাছে জমি বিক্রি করার জন্য হুমকি ও ভয়ভীতি দেখান। এই অবস্থায় গত বছরের ২০ নভেম্বর কোম্পানির পক্ষে দাকোপ থানা বিএনপির নেতা-কর্মীরা ৪-৫ শতাধিক লোক নিয়ে এলাকাবাসীর বসতভিটা ও ফসলি জমি জবর দখল করে এবং আধা পাকা ধানখেতে বালু ভরাট করে।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অপরিপক্ব ধানের জমিতে বালু ভরাট ও জমি দখলের সময় ক্ষতিগ্রস্তরা থানা ও উপজেলা প্রশাসনের কাছে গিয়েও কোনো প্রতিকার পাননি বলে তাঁদের অভিযোগ।
অভিযোগ সম্পর্কে জানতে বেসরকারি অ্যাভানগার্ড শিপইয়ার্ড লিমিটেডের ম্যানেজার কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই অভিযোগ সঠিক নয়। তাঁরা যদি জমির সঠিক কাগজপত্র দেখাতে পারেন, তাহলে আমরা জমি ছেড়ে দেব। তা ছাড়া জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত তাঁদের পক্ষে রায় দিলেও আমরা জমি ছেড়ে দেব।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৮ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৬ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪১ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪৪ মিনিট আগে