Ajker Patrika

এনসিপির সমাবেশে ১ হাজার লোক, অর্ধেক ভাড়া করা: মোনায়েম মুন্না

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৫, ২৩: ৩৬
খুলনায় যৌথ সভায় বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি: আজকের পত্রিকা
খুলনায় যৌথ সভায় বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি: আজকের পত্রিকা

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) শুক্রবারের সমাবেশে সব মিলিয়ে এক হাজারের মতো লোক হয়েছে। এর মধ্যে অর্ধেক লোক ছিল ভাড়া করা ভদ্রমহিলা। তাঁরা যে নিজেদের এত মেধাবী ও তারুণ্যদীপ্ত দাবি করেন, তাঁদের সমাবেশ দেখে কি তারুণ্যদীপ্ত মনে হয়েছে?

আজ শনিবার খুলনা মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। আগামী ১৬ মে নগরীতে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

মোনায়েম মুন্না বলেন, ‘রেলওয়ের সংস্কারে তিনজন ছাত্র প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে। তাঁরা প্রতিনিধি হওয়ার পর থেকে বন্ধুবান্ধব নিয়ে ট্রেন ভ্রমণ করছেন। তাঁরা একটা পিকনিকের আমেজে আছেন।’

তিনি বলেন, ‘একাত্তরে যারা স্বাধীনতাবিরোধী ছিল, এখন তারা অনেক ধরনের আস্ফালন করছে। কাউকে ক্ষমা করছে, কাউকে বুকে টেনে নিচ্ছে, সকালে একটা বলছে, বিকেলে আরেকটা বলছে।’

যুবদল নেতা আরও বলেন, ‘বিএনপি একাধিকবার ক্ষমতায় ছিল, দেশ পরিচালনা করেছে। অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে দেশের ভালো-মন্দ, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া—এটা ভালোভাবেই বিএনপি করতে পারবে। বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে।’

বিএনপির বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন প্রমুখ। সভা পরিচালনা করেন সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত