চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় প্রথমবারের মতো লাল আঙুর চাষ করে সফল হয়েছেন দক্ষিণ কোরিয়াপ্রবাসী কামরুজ্জামান এপিল। উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের ওই প্রবাসী কৃষকের দুই বিঘা জমির আঙুরের বাগানে থোকায় থোকায় ঝুলছে লাল আঙুর।
দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় প্রবাসজীবন কাটানো এপিল দেশে ফিরে নিজ গ্রামের মাঠে আঙুর চাষের উদ্যোগ নেন। ২০২৪ সালের জুন মাসে তিনি বাইক্লো, এপোলো ও ব্ল্যাক ম্যাজিক—এই তিন জাতের আঙুরের চারা রোপণ করেন।
সোমবার সরেজমিনে দেখা যায়, কামরুজ্জামান নিজেই তাঁর জমিতে আঙুরের পরিচর্যায় ব্যস্ত। তিনি জানান, গাছগুলো বড় হওয়ার পর সিমেন্টের খুঁটি, তার ও বাঁশ দিয়ে মাচা তৈরি করা হয়। চলতি বছরের মার্চ মাসে গাছে ফুল আসে এবং এপ্রিল থেকে ফল ধরতে শুরু করে। বর্তমানে গাছের মাচাগুলো থোকায় থোকায় লাল আঙুরে ভরে গেছে।
আঙুর যেন পোকামাকড় বা পাখির আক্রমণ থেকে রক্ষা পায় এবং রং ঠিক থাকে, সে জন্য প্রতিটি থোকা পলিপ্যাক দিয়ে মুড়িয়ে রেখেছেন এপিল। নিয়মিত পরিচর্যার ফলে আঙুরের গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠছে এবং ফল মিষ্টি হতে শুরু করেছে।
এপিল বলেন, ‘মে মাসের শেষের দিকে আঙুর পাকতে শুরু করবে। আশা করছি যশোরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতে পারব। দেশে এখন অনেক জায়গায় আঙুরের চাষ হচ্ছে। এভাবে চাষ বাড়লে বিদেশ থেকে আর আঙুর আনতে হবে না, বরং আমাদের অর্থনৈতিকভাবে লাভ হবে।’
চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, ‘এপিলের বাগানে যেসব আঙুর ধরেছে, সেগুলো সিডলেস (বিচিবিহীন)। আমাদের এলাকায় এর আগে ড্রাগনসহ নানা বিদেশি ফলের চাষ হচ্ছিল। গত বছর থেকে আঙুরের চাষও শুরু হয়েছে। কৃষকেরা এভাবে এগিয়ে এলে আঙুরের চাষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
যশোরের চৌগাছায় প্রথমবারের মতো লাল আঙুর চাষ করে সফল হয়েছেন দক্ষিণ কোরিয়াপ্রবাসী কামরুজ্জামান এপিল। উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের ওই প্রবাসী কৃষকের দুই বিঘা জমির আঙুরের বাগানে থোকায় থোকায় ঝুলছে লাল আঙুর।
দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় প্রবাসজীবন কাটানো এপিল দেশে ফিরে নিজ গ্রামের মাঠে আঙুর চাষের উদ্যোগ নেন। ২০২৪ সালের জুন মাসে তিনি বাইক্লো, এপোলো ও ব্ল্যাক ম্যাজিক—এই তিন জাতের আঙুরের চারা রোপণ করেন।
সোমবার সরেজমিনে দেখা যায়, কামরুজ্জামান নিজেই তাঁর জমিতে আঙুরের পরিচর্যায় ব্যস্ত। তিনি জানান, গাছগুলো বড় হওয়ার পর সিমেন্টের খুঁটি, তার ও বাঁশ দিয়ে মাচা তৈরি করা হয়। চলতি বছরের মার্চ মাসে গাছে ফুল আসে এবং এপ্রিল থেকে ফল ধরতে শুরু করে। বর্তমানে গাছের মাচাগুলো থোকায় থোকায় লাল আঙুরে ভরে গেছে।
আঙুর যেন পোকামাকড় বা পাখির আক্রমণ থেকে রক্ষা পায় এবং রং ঠিক থাকে, সে জন্য প্রতিটি থোকা পলিপ্যাক দিয়ে মুড়িয়ে রেখেছেন এপিল। নিয়মিত পরিচর্যার ফলে আঙুরের গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠছে এবং ফল মিষ্টি হতে শুরু করেছে।
এপিল বলেন, ‘মে মাসের শেষের দিকে আঙুর পাকতে শুরু করবে। আশা করছি যশোরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতে পারব। দেশে এখন অনেক জায়গায় আঙুরের চাষ হচ্ছে। এভাবে চাষ বাড়লে বিদেশ থেকে আর আঙুর আনতে হবে না, বরং আমাদের অর্থনৈতিকভাবে লাভ হবে।’
চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, ‘এপিলের বাগানে যেসব আঙুর ধরেছে, সেগুলো সিডলেস (বিচিবিহীন)। আমাদের এলাকায় এর আগে ড্রাগনসহ নানা বিদেশি ফলের চাষ হচ্ছিল। গত বছর থেকে আঙুরের চাষও শুরু হয়েছে। কৃষকেরা এভাবে এগিয়ে এলে আঙুরের চাষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৭ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১০ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৯ মিনিট আগে