নিয়মানুবর্তী এক সত্যজিৎ স্যার
সত্যজিৎ স্যার অবসরে যাচ্ছেন। ৯ অক্টোবর থেকে তিনি আর স্কুলে যাবেন না পড়াতে। যেকোনো শিক্ষকই সময় হলে অবসরে যাবেন, এ আর নতুন কী? একটু নতুনত্ব আছে বৈকি! সত্যজিৎ স্যার মানে সত্যজিৎ বিশ্বাস তাঁর ৩৫ বছরের শিক্ষকতা জীবনে এক দিনের জন্যও স্কুলে অনুপস্থিত থাকেননি।