Ajker Patrika

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী সঙ্কটাপন্ন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২১: ৫১
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী সঙ্কটাপন্ন

বাগেরহাটের ফকিরহাটে পূজার কেনাকাটা করতে এসে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক দম্পতি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী মুদি দোকানি হুমায়ুন কবির বলেন, আজ শনিবার বেলা ১১টার সময় ফকিরহাট বিশ্বরোড মোড়ে গ্রীনলাইন পরিবহনের দ্রুতগামী একটি ভলভো বাস  মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার শিকার সুশিল আচার্য্য (৫০) ও তাঁর স্ত্রী লক্ষী রানী আচার্য্য (৪৫) বাগেরহাট সদর উপজেলার কোমরপুর গ্রামের বাসিন্দা। তাঁরা বাড়ি থেকে ফকিরহাট বাজারে কেনাকাটা করতে এসেছিলেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিশির বসু বলেন, লক্ষী রানীর অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁর মাথায় মারাত্মক আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। অজ্ঞান অবস্থায় অক্সিজেন দিয়ে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

বিতর্কিত মন্তব্যে পাকিস্তানে জনপ্রিয় আলেম ইঞ্জিনিয়ার আলি মির্জা গ্রেপ্তার

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত