Ajker Patrika

দাকোপে ইউপিতে নবনির্বাচিতদের অভিষেক

দাকোপ প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬: ০২
দাকোপে ইউপিতে নবনির্বাচিতদের অভিষেক

দাকোপের ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অভিষেক অনুষ্ঠান ও সমন্বয় সভা হয়েছে। গত সোমবার বেলা সাড়ে ১২টায় কামারখোলা ইউপি মিলনায়তনে পুনঃ নির্বাচিত ইউপি চেয়ারম্যান পঞ্চানন মণ্ডলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠান হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা রুদ্ধ কিশোর মল্লিক, এস আই মো. ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আজগর হোসেন ছাব্বির, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিপন ভূঁইয়া, লজিক প্রকল্পের ফ্যাসিলিলেটর পরিমল কর্মকার, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সানা, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু সরদার, শিক্ষক সরদার হারুনুর রশিদ, যুবলীগ নেতা বিধান চন্দ্র বিশ্বাস প্রমুখ।

এদিকে উপজেলার ১ নং পানখালী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদেরও অভিষেক অনুষ্ঠান ও মাসিক সমন্বয় সভা হয়েছে। সোমবার দুপুর ২টায় পানখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, সাবেক চেয়ারম্যান শিকদার সোহরাব হোসেন।

আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা গাজী আঃ রহিম, নির্মল সরদার, বাবুল আকতার, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইদ্রিস আলী সবুজ, মো. মাসুদ সরদার, মো. হানজালা শেখ, এস এম সাইদুর রহমান, মো. খোরশেদ শেখ, রাশেদুজ্জামান বাবু, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সাবিনা ইয়াসমীন, কোহিনুর বেগম, শিউলি বেগম প্রমুখ। উপজেলার অন্য ৭টি ইউপিতেও নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত