Ajker Patrika

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬: ০৬
স্কুলছাত্রী ধর্ষণ মামলায়  যুবক গ্রেপ্তার

খুলনা মহানগরীর নতুন বাজার চর এলাকায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় চয়ন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত সোমবার সন্ধ্যায় নগরীর সাতরাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের ঘটনায় গত রোববার খুলনা সদর থানায় এ মামলা করা হয়।

জানা গেছে, গত ৩০ অক্টোবর রাতে নতুন বাজার চর এলাকার বরফ কলের পাশের একটি দুইতলা ভবনে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার স্কুলছাত্রী এখন খুমেক হাসপাতালের চিকিৎসাধীন। ধর্ষণে অভিযুক্ত চয়ন (২১) নতুন বাজার চর এলাকার বাসিন্দা।

নির্যাতিত ছাত্রীর বাবা-মা ও পুলিশের সূত্র জানায়, গত ৩০ অক্টোবর দিবাগত রাত ৮টার দিকে মাস্টারপাড়া মেইন রোডের বাসা থেকে রূপসা সন্ধ্যা বাজারে জুতা কিনতে যায় স্কুলছাত্রী। এ সময়ে নতুনবাজার চর এলাকার চয়ন তার পথরোধ করে তাকে ড্যাব ক্লিনিকের সামনে যেতে বাধ্য করে। সেখানে নিয়ে স্কুলছাত্রীকে হালিম খেতে বাধ্য করে চয়ন। পরে স্কুলছাত্রীকে অটোতে তুলে একটি ভবনে নিয়ে ধর্ষণ করে।

একাধিক সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীকে বিভিন্ন সময়ে জোরপূর্বক প্রেম নিবেদন করে আসছিলেন চয়ন। এ ছাড়া ছাত্রীর বাবা-মাকে একাধিকবার হত্যার হুমকি দিয়েছে চয়ন।

ধর্ষণের ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ধর্ষণের ঘটনায় একজনকে আসামি করে স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

বিতর্কিত মন্তব্যে পাকিস্তানে জনপ্রিয় আলেম ইঞ্জিনিয়ার আলি মির্জা গ্রেপ্তার

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত