শিল্পোদ্যোক্তার কৃষি খামার
সময় দ্রুত চলমান। এরই সঙ্গে চলমান মানুষের জীবন-জীবিকা, চিন্তা, স্বপ্ন, সাফল্য—সবকিছুই। সময়ের এই পরিবর্তনকে নিবিড়ভাবে উপলব্ধির জন্য আমরা কৃষির দিকে তাকিয়ে আছি। দুই, তিন বা চার দশকের বিবেচনায় এই খাতের মতো পরিবর্তন আর কোথাও আসেনি।