গাজীপুরের শ্রীপুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৪ শতাধিক মুরগি মারার অভিযোগ করেছেন এক পোলট্রি খামারি। এতে অসুস্থ হয়ে পড়েছে আরও ৮০০ মুরগি।
গতকাল সোমবার রাত ১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পোলট্রি খামারি মো. শহিদুল্লাহ উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত আব্দুস সাহিদের ছেলে।
খামারি শহিদুল্লাহ বলেন, ‘পোলট্রি শেডের পাশের একটি ছোট্ট ঘরে আমিসহ আরেকজন ঘুমাই। খাবার খেয়ে রাত ১১টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। ১টার দিকে মুরগির ডাকাডাকির কারণে ঘুম ভেঙে যায়। পরে উঠে দেখি মুরগিগুলো একসঙ্গে জড়ো হয়ে আছে। খামারের ভেতর প্রবেশ করে দেখি অসংখ্য মুরগি মরে গেছে। পোলট্রি শেডের চারপাশে দেখি অসংখ্য ট্যাবলেট ছিটানো। দ্রুত সুস্থ মুরগিগুলো বাড়ির উঠানে বের করে আনি। ততক্ষণে ৪ শতাধিক মুরগি মারা যায়। আজ মঙ্গলবার সকাল থেকে এখনো অনেক মুরগি মরছে। অসুস্থ শতাধিক মুরগিকে অন্য একটি শেডে রাখা হয়েছে।’
শহিদুল্লাহ আরও বলেন, ‘পুলিশকে অবহিত করে হাসপাতালে যাচ্ছি। তবে কে কী কারণে আমার এমন ক্ষতি করল; আমি বলতে পারব না। তেমন কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই।’
বরমী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মারুফ মোক্তার বলেন, ‘বিষয়টি জানার পরপরই আমি ঘটনাস্থলে যাই। বিষয়টি সঠিক তদন্তের জন্য ফার্মের মালিককে থানায় পাঠানো হয়েছে। পোলট্রি শেডের চারপাশে অনেক ট্যাবলেট পড়ে আছে এটা দেখছি।’
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আসার কারণে আমি বাইরে রয়েছি। অফিসে পৌঁছে বিষয়টি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাতে পারব; ভুক্তভোগী খামারি এসেছেন কি না।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে মিটিংয়ে আছি। অভিযোগ দিয়েছেন কি না বলতে পারব না। খোঁজ নেওয়া হচ্ছে।’
গাজীপুরের শ্রীপুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৪ শতাধিক মুরগি মারার অভিযোগ করেছেন এক পোলট্রি খামারি। এতে অসুস্থ হয়ে পড়েছে আরও ৮০০ মুরগি।
গতকাল সোমবার রাত ১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পোলট্রি খামারি মো. শহিদুল্লাহ উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত আব্দুস সাহিদের ছেলে।
খামারি শহিদুল্লাহ বলেন, ‘পোলট্রি শেডের পাশের একটি ছোট্ট ঘরে আমিসহ আরেকজন ঘুমাই। খাবার খেয়ে রাত ১১টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। ১টার দিকে মুরগির ডাকাডাকির কারণে ঘুম ভেঙে যায়। পরে উঠে দেখি মুরগিগুলো একসঙ্গে জড়ো হয়ে আছে। খামারের ভেতর প্রবেশ করে দেখি অসংখ্য মুরগি মরে গেছে। পোলট্রি শেডের চারপাশে দেখি অসংখ্য ট্যাবলেট ছিটানো। দ্রুত সুস্থ মুরগিগুলো বাড়ির উঠানে বের করে আনি। ততক্ষণে ৪ শতাধিক মুরগি মারা যায়। আজ মঙ্গলবার সকাল থেকে এখনো অনেক মুরগি মরছে। অসুস্থ শতাধিক মুরগিকে অন্য একটি শেডে রাখা হয়েছে।’
শহিদুল্লাহ আরও বলেন, ‘পুলিশকে অবহিত করে হাসপাতালে যাচ্ছি। তবে কে কী কারণে আমার এমন ক্ষতি করল; আমি বলতে পারব না। তেমন কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই।’
বরমী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মারুফ মোক্তার বলেন, ‘বিষয়টি জানার পরপরই আমি ঘটনাস্থলে যাই। বিষয়টি সঠিক তদন্তের জন্য ফার্মের মালিককে থানায় পাঠানো হয়েছে। পোলট্রি শেডের চারপাশে অনেক ট্যাবলেট পড়ে আছে এটা দেখছি।’
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আসার কারণে আমি বাইরে রয়েছি। অফিসে পৌঁছে বিষয়টি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাতে পারব; ভুক্তভোগী খামারি এসেছেন কি না।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে মিটিংয়ে আছি। অভিযোগ দিয়েছেন কি না বলতে পারব না। খোঁজ নেওয়া হচ্ছে।’
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
২ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৩ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৫ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৬ মিনিট আগে