গাজীপুরের শ্রীপুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৪ শতাধিক মুরগি মারার অভিযোগ করেছেন এক পোলট্রি খামারি। এতে অসুস্থ হয়ে পড়েছে আরও ৮০০ মুরগি।
গতকাল সোমবার রাত ১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পোলট্রি খামারি মো. শহিদুল্লাহ উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত আব্দুস সাহিদের ছেলে।
খামারি শহিদুল্লাহ বলেন, ‘পোলট্রি শেডের পাশের একটি ছোট্ট ঘরে আমিসহ আরেকজন ঘুমাই। খাবার খেয়ে রাত ১১টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। ১টার দিকে মুরগির ডাকাডাকির কারণে ঘুম ভেঙে যায়। পরে উঠে দেখি মুরগিগুলো একসঙ্গে জড়ো হয়ে আছে। খামারের ভেতর প্রবেশ করে দেখি অসংখ্য মুরগি মরে গেছে। পোলট্রি শেডের চারপাশে দেখি অসংখ্য ট্যাবলেট ছিটানো। দ্রুত সুস্থ মুরগিগুলো বাড়ির উঠানে বের করে আনি। ততক্ষণে ৪ শতাধিক মুরগি মারা যায়। আজ মঙ্গলবার সকাল থেকে এখনো অনেক মুরগি মরছে। অসুস্থ শতাধিক মুরগিকে অন্য একটি শেডে রাখা হয়েছে।’
শহিদুল্লাহ আরও বলেন, ‘পুলিশকে অবহিত করে হাসপাতালে যাচ্ছি। তবে কে কী কারণে আমার এমন ক্ষতি করল; আমি বলতে পারব না। তেমন কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই।’
বরমী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মারুফ মোক্তার বলেন, ‘বিষয়টি জানার পরপরই আমি ঘটনাস্থলে যাই। বিষয়টি সঠিক তদন্তের জন্য ফার্মের মালিককে থানায় পাঠানো হয়েছে। পোলট্রি শেডের চারপাশে অনেক ট্যাবলেট পড়ে আছে এটা দেখছি।’
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আসার কারণে আমি বাইরে রয়েছি। অফিসে পৌঁছে বিষয়টি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাতে পারব; ভুক্তভোগী খামারি এসেছেন কি না।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে মিটিংয়ে আছি। অভিযোগ দিয়েছেন কি না বলতে পারব না। খোঁজ নেওয়া হচ্ছে।’
গাজীপুরের শ্রীপুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৪ শতাধিক মুরগি মারার অভিযোগ করেছেন এক পোলট্রি খামারি। এতে অসুস্থ হয়ে পড়েছে আরও ৮০০ মুরগি।
গতকাল সোমবার রাত ১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পোলট্রি খামারি মো. শহিদুল্লাহ উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত আব্দুস সাহিদের ছেলে।
খামারি শহিদুল্লাহ বলেন, ‘পোলট্রি শেডের পাশের একটি ছোট্ট ঘরে আমিসহ আরেকজন ঘুমাই। খাবার খেয়ে রাত ১১টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। ১টার দিকে মুরগির ডাকাডাকির কারণে ঘুম ভেঙে যায়। পরে উঠে দেখি মুরগিগুলো একসঙ্গে জড়ো হয়ে আছে। খামারের ভেতর প্রবেশ করে দেখি অসংখ্য মুরগি মরে গেছে। পোলট্রি শেডের চারপাশে দেখি অসংখ্য ট্যাবলেট ছিটানো। দ্রুত সুস্থ মুরগিগুলো বাড়ির উঠানে বের করে আনি। ততক্ষণে ৪ শতাধিক মুরগি মারা যায়। আজ মঙ্গলবার সকাল থেকে এখনো অনেক মুরগি মরছে। অসুস্থ শতাধিক মুরগিকে অন্য একটি শেডে রাখা হয়েছে।’
শহিদুল্লাহ আরও বলেন, ‘পুলিশকে অবহিত করে হাসপাতালে যাচ্ছি। তবে কে কী কারণে আমার এমন ক্ষতি করল; আমি বলতে পারব না। তেমন কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই।’
বরমী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মারুফ মোক্তার বলেন, ‘বিষয়টি জানার পরপরই আমি ঘটনাস্থলে যাই। বিষয়টি সঠিক তদন্তের জন্য ফার্মের মালিককে থানায় পাঠানো হয়েছে। পোলট্রি শেডের চারপাশে অনেক ট্যাবলেট পড়ে আছে এটা দেখছি।’
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আসার কারণে আমি বাইরে রয়েছি। অফিসে পৌঁছে বিষয়টি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাতে পারব; ভুক্তভোগী খামারি এসেছেন কি না।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে মিটিংয়ে আছি। অভিযোগ দিয়েছেন কি না বলতে পারব না। খোঁজ নেওয়া হচ্ছে।’
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৩ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
৯ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১১ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১২ মিনিট আগে