ছবিতে কম গুঞ্জনে বেশি আছেন ক্যাটরিনা
দুই বছর পেরিয়ে গেল, পর্দায় নেই ক্যাটরিনা কাইফ। ‘ভারত’ ছবিই শেষ। মুক্তির অপেক্ষায় আছে ‘সূর্যবংশী’ , ‘ফোন বুথ’। মাত্র দুই ছবি। অপেক্ষা, করোনা-ঝড়ের পরবর্তী সময়ে ক্যাটরিনা কতটা ঘুরে দাঁড়াতে পারেন, সেটা দেখার। কারণ প্রতিদ্বন্দ্বী আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোনরা যখন একের পর এক ছবির ঘোষণা দিয়ে আলোচনায়। সে