বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের গালের মতো মসৃণ রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের রাজ্য সরকারের মন্ত্রী রাজেন্দ্র সিং গুধা। তিনি ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সদস্য। এমন বক্তব্যের পর ওই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলগুলো।
এ নিয়ে বিজেপির মুখপাত্র রাম লাল শর্মা বলেন, নারীদের নিয়ে এমন বক্তব্য দেওয়া অশোভন। মুখ্যমন্ত্রীর উচিত কঠোর ব্যবস্থা নেওয়া।
রাজস্থান কংগ্রেসের অন্যতম নেতা রাজেন্দ্র সিং গুধা গত রোববার রাজ্যের পঞ্চায়েত ও পল্লি উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। মন্ত্রী হওয়ার পর সম্প্রতি নিজ নির্বাচনী এলাকা রাজস্থানের ঝুনঝুনু জেলার এক গ্রামে সমাবেশ করেন তিনি। সেখানেই তিনি বক্তব্যের ফাঁকে এমন ব্যতিক্রমী উদাহরণ টানেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সমাবেশে মন্ত্রী প্রথমে বলেন- ঝুনঝুনু জেলার সব সড়ক হবে হেমা মালিনীর গালের মতো মসৃণ; কিন্তু এ কথা বলার পরই তিনি বুঝতে পারেন- উপমা যথাযথ হলো না, কারণ হেমা মালিনী পুরোনো দিনের হিন্দি সিনেমার নায়িকা।
তারপর তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, বর্তমানে সময়ে হিন্দি সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকা কে?
এই প্রশ্নের উত্তরে সমাবেশে উপস্থিতি বেশ কয়েকজন সমস্বরে ক্যাটরিনা কাইফের নাম উল্লেখ করেন।
জনগণের উত্তর পাওয়ার পর মন্ত্রী বলেন, ‘আচ্ছা ঠিক আছে, শুধরে নিচ্ছি.... এই ঝুনঝুনি জেলার সব সড়ক হবে ক্যাটরিনা কাইফের গালের মতো মসৃণ।’
রাজেন্দ্র সিং গুধাই যে প্রথমবারের মতো রাস্তার মসৃণতা বোঝাতে নায়িকাদের উদাহরণ ব্যবহার করলেন তা নয় । ২০১৯ সালে মধ্যপ্রদেশের আইনমন্ত্রী পিসি শর্মা বলেছিলেন, রাজ্যের রাস্তার অবস্থা বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র মতো। তবে তা হওয়া উচিত বলিউড নায়িকা হেমা মালিনীর মতো।
২০০৫ সালে ভারতের বিহার রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এক জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিহারের সব সড়ক হবে হেমা মালিনীর গালের মতো মসৃণ।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের গালের মতো মসৃণ রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের রাজ্য সরকারের মন্ত্রী রাজেন্দ্র সিং গুধা। তিনি ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সদস্য। এমন বক্তব্যের পর ওই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলগুলো।
এ নিয়ে বিজেপির মুখপাত্র রাম লাল শর্মা বলেন, নারীদের নিয়ে এমন বক্তব্য দেওয়া অশোভন। মুখ্যমন্ত্রীর উচিত কঠোর ব্যবস্থা নেওয়া।
রাজস্থান কংগ্রেসের অন্যতম নেতা রাজেন্দ্র সিং গুধা গত রোববার রাজ্যের পঞ্চায়েত ও পল্লি উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। মন্ত্রী হওয়ার পর সম্প্রতি নিজ নির্বাচনী এলাকা রাজস্থানের ঝুনঝুনু জেলার এক গ্রামে সমাবেশ করেন তিনি। সেখানেই তিনি বক্তব্যের ফাঁকে এমন ব্যতিক্রমী উদাহরণ টানেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সমাবেশে মন্ত্রী প্রথমে বলেন- ঝুনঝুনু জেলার সব সড়ক হবে হেমা মালিনীর গালের মতো মসৃণ; কিন্তু এ কথা বলার পরই তিনি বুঝতে পারেন- উপমা যথাযথ হলো না, কারণ হেমা মালিনী পুরোনো দিনের হিন্দি সিনেমার নায়িকা।
তারপর তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, বর্তমানে সময়ে হিন্দি সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকা কে?
এই প্রশ্নের উত্তরে সমাবেশে উপস্থিতি বেশ কয়েকজন সমস্বরে ক্যাটরিনা কাইফের নাম উল্লেখ করেন।
জনগণের উত্তর পাওয়ার পর মন্ত্রী বলেন, ‘আচ্ছা ঠিক আছে, শুধরে নিচ্ছি.... এই ঝুনঝুনি জেলার সব সড়ক হবে ক্যাটরিনা কাইফের গালের মতো মসৃণ।’
রাজেন্দ্র সিং গুধাই যে প্রথমবারের মতো রাস্তার মসৃণতা বোঝাতে নায়িকাদের উদাহরণ ব্যবহার করলেন তা নয় । ২০১৯ সালে মধ্যপ্রদেশের আইনমন্ত্রী পিসি শর্মা বলেছিলেন, রাজ্যের রাস্তার অবস্থা বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র মতো। তবে তা হওয়া উচিত বলিউড নায়িকা হেমা মালিনীর মতো।
২০০৫ সালে ভারতের বিহার রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এক জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিহারের সব সড়ক হবে হেমা মালিনীর গালের মতো মসৃণ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
১০ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
১০ ঘণ্টা আগেকাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না...
১১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
১৪ ঘণ্টা আগে