করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় খুলছে হল। তবে বক্স অফিস মাত করা ছবি পাওয়া যাচ্ছে না। তাই এবার ‘সূর্যবংশী’ ছবির দিকে তাকিয়ে বলিউড। ৫ নভেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। অক্ষয় কুমার মানেই বক্স অফিসে ঝড়।
সেই সঙ্গে যোগ হয়েছেন ক্যাটরিনা। দুইয়ে মিলে তাই ‘সূর্যবংশী’ নিয়ে প্রত্যাশার পারদটা অনেক ওপরে। ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে অজয় দেবগন ও রণবীর সিংকেও। প্রযোজনা করেছেন করণ জোহর। পরিচালনায় রোহিত শেঠি। যাঁর ক্যারিয়ারের প্রায় সব ছবিই ব্যবসাসফল।
আরও একবার পুলিশের সাহসী গল্প পর্দায় আনছেন রোহিত শেঠি। যে সফর শুরু হয়েছিল ‘সিংহাম’ থেকে। অজয় দেবগন অভিনীত ছবিটি ব্লকবাস্টার হয়েছিল। এরপর অজয়কে নিয়েই বানান ‘সিংহাম রিটার্নস’। এরপর রণবীর সিংকে নিয়ে ‘সিম্বা’। সবগুলো ছবিই সফল। এবার আসছেন অক্ষয়-ক্যাটরিনাকে নিয়ে। তাই সমালোচকদের ধারণা, সব মিলিয়ে বক্স অফিসে ঝড় তুলবে ‘সূর্যবংশী’। আলো ফিরবে বলিউডে।
অন্যদিকে, ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, গত ১৮ আগস্ট ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার গোপন বাগদান হয়েছে। সম্প্রতি তারাই জানিয়েছে, বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ভিকি-ক্যাটরিনা জুটি। তাঁদের বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী মুখার্জি।
বিয়েতে লেহেঙ্গা পরবেন ক্যাটরিনা। লেহেঙ্গার জন্য আদি সিল্কের কাপড়ও চূড়ান্ত করেছেন এই অভিনেত্রী। আগামী ডিসেম্বরেই বাজতে পারে বিয়ের বাদ্যি। তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি ক্যাটরিনার তরফ থেকে। ফলে অনেকেই মনে করছেন নতুন ছবির ব্যবসায়িক সাফল্য আর প্রচারণার উদ্দেশ্যেই বিয়ের আলোচনাটা জিইয়ে রেখেছেন ক্যাটরিনা।
সে যা-ই হোক, সব মিলিয়ে এখন বলিউডের আলোচনা-সমালোচনা আর প্রত্যাশার চাহনি ক্যাটরিনার দিকেই।
করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় খুলছে হল। তবে বক্স অফিস মাত করা ছবি পাওয়া যাচ্ছে না। তাই এবার ‘সূর্যবংশী’ ছবির দিকে তাকিয়ে বলিউড। ৫ নভেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। অক্ষয় কুমার মানেই বক্স অফিসে ঝড়।
সেই সঙ্গে যোগ হয়েছেন ক্যাটরিনা। দুইয়ে মিলে তাই ‘সূর্যবংশী’ নিয়ে প্রত্যাশার পারদটা অনেক ওপরে। ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে অজয় দেবগন ও রণবীর সিংকেও। প্রযোজনা করেছেন করণ জোহর। পরিচালনায় রোহিত শেঠি। যাঁর ক্যারিয়ারের প্রায় সব ছবিই ব্যবসাসফল।
আরও একবার পুলিশের সাহসী গল্প পর্দায় আনছেন রোহিত শেঠি। যে সফর শুরু হয়েছিল ‘সিংহাম’ থেকে। অজয় দেবগন অভিনীত ছবিটি ব্লকবাস্টার হয়েছিল। এরপর অজয়কে নিয়েই বানান ‘সিংহাম রিটার্নস’। এরপর রণবীর সিংকে নিয়ে ‘সিম্বা’। সবগুলো ছবিই সফল। এবার আসছেন অক্ষয়-ক্যাটরিনাকে নিয়ে। তাই সমালোচকদের ধারণা, সব মিলিয়ে বক্স অফিসে ঝড় তুলবে ‘সূর্যবংশী’। আলো ফিরবে বলিউডে।
অন্যদিকে, ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, গত ১৮ আগস্ট ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার গোপন বাগদান হয়েছে। সম্প্রতি তারাই জানিয়েছে, বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ভিকি-ক্যাটরিনা জুটি। তাঁদের বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী মুখার্জি।
বিয়েতে লেহেঙ্গা পরবেন ক্যাটরিনা। লেহেঙ্গার জন্য আদি সিল্কের কাপড়ও চূড়ান্ত করেছেন এই অভিনেত্রী। আগামী ডিসেম্বরেই বাজতে পারে বিয়ের বাদ্যি। তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি ক্যাটরিনার তরফ থেকে। ফলে অনেকেই মনে করছেন নতুন ছবির ব্যবসায়িক সাফল্য আর প্রচারণার উদ্দেশ্যেই বিয়ের আলোচনাটা জিইয়ে রেখেছেন ক্যাটরিনা।
সে যা-ই হোক, সব মিলিয়ে এখন বলিউডের আলোচনা-সমালোচনা আর প্রত্যাশার চাহনি ক্যাটরিনার দিকেই।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১৭ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১৯ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১ দিন আগে