Ajker Patrika

ভিকি-ক্যাটরিনার বিয়ের শর্তে বিরক্ত অতিথিরা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৭: ৩৫
ভিকি-ক্যাটরিনার বিয়ের শর্তে বিরক্ত অতিথিরা

বলিউডের বহুল আলোচিত দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৯ ডিসেম্বর বিয়ে করবেন। রাজকীয় বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে। হোটেল বুকিং থেকে শুরু করে সাজসরঞ্জাম নির্বাচন, সবই করা হয়েছে। বিয়ের কথা গোপন রাখতে ভিকি-ক্যাটরিনা প্রতিদিনই নতুন নিয়ম করছেন আগত অতিথিদের জন্য। এসব নিয়মকানুন ও কঠোরতায় অতিথিরা বিরক্ত হয়ে উঠেছেন বলে জানা গেছে।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফবিয়েতে উপস্থিত এক অতিথি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানান, ভিকি-ক্যাটরিনার বিয়ের সমন্বয়কারী টিম প্রতিদিন একটি করে নতুন নিয়ম পাঠায়। অতিথি বলেন, ‘আমি জানি না তাদের টিম এসব নিয়ে এত চাপ নিচ্ছে, নাকি দম্পতি নিজেরাই তাদের বিয়ে গোপন রাখতে চাইছেন। বিয়েতে যোগ দেওয়ার জন্য প্রতিদিনই নতুন নতুন শর্ত সামনে আসে। ঈশ্বরের জন্য এই বিবাহ। কোনো রাষ্ট্রের গোপনীয়তা নয় যার জন্য এত পাহারা বসানো হচ্ছে!’
অতিথি আরও বলেন, ‘কিছু শর্ত আপত্তিকর এবং অপমানজনক। আপনি যদি আপনার অতিথিদের বিশ্বাসই না করতে পারেন, তাহলে কেন তাদের ডাকবেন? এটা করো, ওটা করতে পারবে না, বলা হচ্ছে প্রতিদিন।’

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফঅন্যদিকে, ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, বিয়েতে আগত অতিথিদের জন্য একটি নতুন চুক্তিপত্র তৈরী করা হয়েছে। অতিথিদের চুক্তিতে স্বাক্ষর করতে হবে। এই চুক্তিপত্র প্রকাশ করা যাবে না। এর অর্থ এই যে তারা দম্পতির বিয়েতে তাদের উপস্থিতি সম্পর্কে কথা বলতে পারবে না, ছবি তুলতে পারবে না, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতে পারবে না, বিয়ের স্থানের বিবরণ শেয়ার করবে না, ফোন ব্যবহার করবে না।

অনুষ্ঠানস্থলে এখন অতিথিদের ওপর এত শর্ত চাপিয়ে, মনে হচ্ছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ বিয়েকে তাদের সম্পর্কের মতোই গোপন রাখতে চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত