একের পর এক বিগ বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে, কত নতুন সিনেমা-সিরিজের ঘোষণা আসছে পর পর; কিন্তু সব ছাপিয়ে বলিউডে এই মুহূর্তে প্রধান চর্চার বিষয়- ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ‘বিয়ে’। বিয়ে শব্দটায় কোটেশন মার্ক বসাতে হলো কারণ, যাদেরকে নিয়ে খবরটা ছড়াচ্ছে, সেই পাত্র-পাত্রীর কোনো পক্ষ বিষয়টি নিশ্চিত করেনি এখনো।
তবে যেখানে ওয়েডিং ডেস্টিনেশন, সেই রাজস্থানের সাওয়াই মাধোপুর প্রশাসন এরইমধ্যে নড়েচড়ে বসেছে। ভিকি ও ক্যাটরিনার বিয়ে নিয়ে সংশ্লিষ্ট জেলার আধিকারিকরা গত শুক্রবার প্রশাসনিক মিটিংয়ে বসেছেন। আইন-শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠভাবে কীভাবে এই বিয়ের অনুষ্ঠান সারা যায়, জমায়েত কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেই সব পরিকল্পনা করা হয়েছে ওই মিটিংয়ে; এমনটা জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
জানা গেছে, ওইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কালেক্টর রাজেন্দ্র কিষাণ, এসপি রাজেশ সিং, এডিএম সুরজ সিং নেগি ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিরা।
ভিকি-ক্যাটের বিয়ের গুঞ্জনে সিলমোহর দেওয়ার মতো আরো একটি খবর দিয়েছে বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যম।
এই বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই অভিযোগ দায়ের করা হয়েছে ভিকি-ক্যাটের নামে!
মামলা দায়ের করেছেন নেত্রবিন্দু সিং যাদয়া নামের এক রাজস্থাননিবাসী উকিল। তিনি অভিযোগ করেছেন, বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে নির্দিষ্ট একটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই রাস্তাটি চলে গেছে চৌথ কা বারওয়াড়া নামের এক মন্দিরের দিকে। রাস্তা বন্ধ থাকার ফলে সেখানে আসা ভক্ত ও দর্শনার্থীদের অসুবিধে হচ্ছে।
এই কারণে শুধু ভিকি-ক্যাট নন, সিক্স সেন্সেস রিসোর্টের ম্যানেজার ও সাওয়াই মাধোপুর জেলা কালেক্টরের নামেও অভিযোগ দিয়েছেন নেত্রবিন্দু সিং যাদয়া।
অভিযোগ তিনি বলেছেন, বিয়ের অনুষ্ঠান নিয়ে তাঁর বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু অনুষ্ঠানের কারণে রাস্তাটি বন্ধ করে দেওয়ার ফলে প্রচুর মানুষের অসুবিধে হচ্ছে সেই মন্দিরে পৌঁছতে, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আগামী ৬ দিন এই রাস্তা বন্ধ থাকবে। তাতে সাধারণ মানুষের পক্ষে ওই মন্দিরে যাওয়া আরও কঠিন হয়ে পড়বে। তাই তাঁর দাবি, ভক্তদের জন্য মন্দিরে যাওয়ার রাস্তাটি যেন খুলে দেওয়া হয়।
একের পর এক বিগ বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে, কত নতুন সিনেমা-সিরিজের ঘোষণা আসছে পর পর; কিন্তু সব ছাপিয়ে বলিউডে এই মুহূর্তে প্রধান চর্চার বিষয়- ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ‘বিয়ে’। বিয়ে শব্দটায় কোটেশন মার্ক বসাতে হলো কারণ, যাদেরকে নিয়ে খবরটা ছড়াচ্ছে, সেই পাত্র-পাত্রীর কোনো পক্ষ বিষয়টি নিশ্চিত করেনি এখনো।
তবে যেখানে ওয়েডিং ডেস্টিনেশন, সেই রাজস্থানের সাওয়াই মাধোপুর প্রশাসন এরইমধ্যে নড়েচড়ে বসেছে। ভিকি ও ক্যাটরিনার বিয়ে নিয়ে সংশ্লিষ্ট জেলার আধিকারিকরা গত শুক্রবার প্রশাসনিক মিটিংয়ে বসেছেন। আইন-শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠভাবে কীভাবে এই বিয়ের অনুষ্ঠান সারা যায়, জমায়েত কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেই সব পরিকল্পনা করা হয়েছে ওই মিটিংয়ে; এমনটা জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
জানা গেছে, ওইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কালেক্টর রাজেন্দ্র কিষাণ, এসপি রাজেশ সিং, এডিএম সুরজ সিং নেগি ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিরা।
ভিকি-ক্যাটের বিয়ের গুঞ্জনে সিলমোহর দেওয়ার মতো আরো একটি খবর দিয়েছে বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যম।
এই বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই অভিযোগ দায়ের করা হয়েছে ভিকি-ক্যাটের নামে!
মামলা দায়ের করেছেন নেত্রবিন্দু সিং যাদয়া নামের এক রাজস্থাননিবাসী উকিল। তিনি অভিযোগ করেছেন, বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে নির্দিষ্ট একটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই রাস্তাটি চলে গেছে চৌথ কা বারওয়াড়া নামের এক মন্দিরের দিকে। রাস্তা বন্ধ থাকার ফলে সেখানে আসা ভক্ত ও দর্শনার্থীদের অসুবিধে হচ্ছে।
এই কারণে শুধু ভিকি-ক্যাট নন, সিক্স সেন্সেস রিসোর্টের ম্যানেজার ও সাওয়াই মাধোপুর জেলা কালেক্টরের নামেও অভিযোগ দিয়েছেন নেত্রবিন্দু সিং যাদয়া।
অভিযোগ তিনি বলেছেন, বিয়ের অনুষ্ঠান নিয়ে তাঁর বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু অনুষ্ঠানের কারণে রাস্তাটি বন্ধ করে দেওয়ার ফলে প্রচুর মানুষের অসুবিধে হচ্ছে সেই মন্দিরে পৌঁছতে, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আগামী ৬ দিন এই রাস্তা বন্ধ থাকবে। তাতে সাধারণ মানুষের পক্ষে ওই মন্দিরে যাওয়া আরও কঠিন হয়ে পড়বে। তাই তাঁর দাবি, ভক্তদের জন্য মন্দিরে যাওয়ার রাস্তাটি যেন খুলে দেওয়া হয়।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৭ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৮ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
১১ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১৩ ঘণ্টা আগে