ভূ–স্বর্গ কাশ্মীরের ত্রিশঙ্কু দশার আদ্যোপান্ত
হিমালয় অঞ্চলের উপত্যকা কাশ্মীরকে দখল করেছে তিনটি দেশ, যা তাকে আক্ষরিক অর্থেই ফেলেছে ত্রিশঙ্কু দশায়। ভারত, পাকিস্তান ও চীনের টানাটানির মধ্যে পড়ে নাভিশ্বাস উঠছে কাশ্মীরের। ভূ–স্বর্গ কাশ্মীর বিশ্বের সবচেয়ে আলোচিত বিরোধপূর্ণ অঞ্চলগুলোর একটি। এই সংকট নিয়ে লিখেছেন ইয়াসিন আরাফাত।