Ajker Patrika

জম্মু-কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ ভারতীয় সেনাসহ নিহত ৪ 

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৫: ৫১
জম্মু-কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ ভারতীয় সেনাসহ নিহত ৪ 

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই বিদ্রোহী ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিনের মধ্যে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দ্বিতীয় বন্দুকযুদ্ধের ঘটনা এটি। এলওসি ঘিরে যে অস্ত্রবিরতির প্রস্তাব রয়েছে, তা বারবার লঙ্ঘিত হচ্ছে।

কাশ্মীরের জম্মু অঞ্চলে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলার কয়েক দিন পর ভারতীয় সেনারা গতকাল বৃহস্পতিবার উপত্যকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাতে গেলে দুই পক্ষের মধ্যে এই বন্দুকযুদ্ধ শুরু হয়।

এ নিয়ে ভারতের সেনাবাহিনীর একজন মুখাপাত্র বলেন, সন্ত্রাসীরা গুলি চালায় এবং গ্রেনেড ছোড়ে। তখন এক ভয়াবহ লড়াইয়ে দুই বিদ্রোহী নিহত হন। অভিযানে দুই জওয়ান মারাত্মক আহত হন। এই অঞ্চলের বিস্তারিত অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এর আগে ২৬ জুন দিবাগত রাতে জম্মুর ভারতীয় বিমানঘাঁটিতে অল্প সময়ের ব্যবধানে দুটি ড্রোন হামলা চালানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত