ভারতের বিরোধীদলীয় রাজনীতিবিদ রাহুল গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস দিয়ে নজরদারি করা হচ্ছিল। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস। পেগাসাস ব্যবহার করে বিশ্বের দেশে দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র এই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে। ফাঁস হওয়া একটি ডেটাবেইসে ৫০ হাজার ফোন নম্বর পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পরে তারা গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৬টি সংবাদমাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’। গার্ডিয়ান জানিয়েছে, ফাঁস হওয়া ডেটাবেইসে ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে। এদের মধ্যে এক হাজারের বেশি ফোন নম্বর ছিল ভারতের। ধারণা করা হচ্ছে, ২০১৬ সাল থেকে এনএসওর গ্রাহক এদের বিষয়ে তৎপর ছিল।
ভারত সরকার এই আড়িপাতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
ওই ডেটাবেইসে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ উপদেষ্টা অলঙ্কার সাওয়াই এবং সচিন রাওয়ের নম্বর পাওয়া গেছে। পাশাপাশি ভারতের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা অশোক লাভাসারের নম্বরও পাওয়া গেছে। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ফোন নম্বর পাওয়া গেছে। পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজন কর্মকর্তার নম্বরও ওই ফাঁস হওয়া ডেটাবেইসে মিলেছে। পাশাপাশি কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা, তিব্বতের ধর্মীয় নেতা এবং ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবীদের নম্বরও রয়েছে।
এ নিয়ে একটি প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী জানিয়েছেন তিনি হ্যাক থেকে বাঁচতে কয়েক মাস পরপরই ফোন পরিবর্তন করেন। এ ঘটনার নিন্দা জানিয়েছে তিনি বলেন, এটা গণতান্ত্রিক দেশের ওপর একটি আঘাত। এটার তদন্ত হওয়া উচিত।
আরও পড়ুন
ভারতের বিরোধীদলীয় রাজনীতিবিদ রাহুল গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস দিয়ে নজরদারি করা হচ্ছিল। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস। পেগাসাস ব্যবহার করে বিশ্বের দেশে দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র এই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে। ফাঁস হওয়া একটি ডেটাবেইসে ৫০ হাজার ফোন নম্বর পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পরে তারা গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৬টি সংবাদমাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’। গার্ডিয়ান জানিয়েছে, ফাঁস হওয়া ডেটাবেইসে ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে। এদের মধ্যে এক হাজারের বেশি ফোন নম্বর ছিল ভারতের। ধারণা করা হচ্ছে, ২০১৬ সাল থেকে এনএসওর গ্রাহক এদের বিষয়ে তৎপর ছিল।
ভারত সরকার এই আড়িপাতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
ওই ডেটাবেইসে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ উপদেষ্টা অলঙ্কার সাওয়াই এবং সচিন রাওয়ের নম্বর পাওয়া গেছে। পাশাপাশি ভারতের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা অশোক লাভাসারের নম্বরও পাওয়া গেছে। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ফোন নম্বর পাওয়া গেছে। পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজন কর্মকর্তার নম্বরও ওই ফাঁস হওয়া ডেটাবেইসে মিলেছে। পাশাপাশি কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা, তিব্বতের ধর্মীয় নেতা এবং ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবীদের নম্বরও রয়েছে।
এ নিয়ে একটি প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী জানিয়েছেন তিনি হ্যাক থেকে বাঁচতে কয়েক মাস পরপরই ফোন পরিবর্তন করেন। এ ঘটনার নিন্দা জানিয়েছে তিনি বলেন, এটা গণতান্ত্রিক দেশের ওপর একটি আঘাত। এটার তদন্ত হওয়া উচিত।
আরও পড়ুন
যুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে এ লেভেলে অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে। এর পেছনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ লেভেলে শীর্ষ পাঁচ জনপ্রিয় বিষয়ের মধ্যে উঠে এসেছে ব্যাবসায় শিক্ষা।
১৮ মিনিট আগেভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হিমালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ক্লাউডবার্স্টের ঘটনা।
১ ঘণ্টা আগেএক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে মার্কিন বিচার বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণার পর সেখানে মোতায়েন করা হয়েছিল ওই এজেন্টকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন চার
২ ঘণ্টা আগেহাইতির গ্যাংদের নিয়ন্ত্রণে এবার কাজ পাচ্ছে মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি সংস্থা। এরই মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। এই সংস্থা সেখানে প্রবল ক্ষমতাধর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে কর আদায়ের দায়িত্বও পালন করবে।
২ ঘণ্টা আগে