ঢাকা: জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা রাষ্ট্র হিসেবে মানচিত্রে দেখানোর কারণে ভারতে টুইটারের প্রধান মনিশ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার এফআইআর দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা তথ্যটি নিশ্চিত করেছে।
এর আগে এএনআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারসহ ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে মনিশ মাহেশ্বরীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করা হলেও পরে সেটি সংশোধন করা হয়।
আনন্দবাজার জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় মনিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তর প্রদেশ পুলিশ। বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তর প্রদেশের বুলন্দ শহরে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর।
টুইটারের 'টুইপ লাইফ' বিভাগে ভারতের যে মানচিত্র দেওয়া হয়েছে, সেখানে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের মানচিত্রের বাইরে দেখানো হয়েছে; অর্থাৎ জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারত থেকে আলাদা দেশ হিসেবে দেখানো হয়েছে। এর আগেও একবার লাদাখকে ভারতের বাইরে দেখিয়েছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার।
নীতিমালা নিয়ে ভারত সরকারের সঙ্গে টুইটারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। এর মধ্যে নতুন মাত্রা যোগ করেছে ভারতের মানচিত্র বিতর্ক।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বজরং দলের নেত্রী প্রবীন ভাটি বলেছেন, মানচিত্রের এই ঘটনাটি আমাকে ও পুরো ভারতবাসীকে আহত করেছে। এটিকে রাষ্ট্রদ্রোহিতা বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে টুইটার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঢাকা: জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা রাষ্ট্র হিসেবে মানচিত্রে দেখানোর কারণে ভারতে টুইটারের প্রধান মনিশ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার এফআইআর দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা তথ্যটি নিশ্চিত করেছে।
এর আগে এএনআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারসহ ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে মনিশ মাহেশ্বরীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করা হলেও পরে সেটি সংশোধন করা হয়।
আনন্দবাজার জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় মনিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তর প্রদেশ পুলিশ। বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তর প্রদেশের বুলন্দ শহরে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর।
টুইটারের 'টুইপ লাইফ' বিভাগে ভারতের যে মানচিত্র দেওয়া হয়েছে, সেখানে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের মানচিত্রের বাইরে দেখানো হয়েছে; অর্থাৎ জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারত থেকে আলাদা দেশ হিসেবে দেখানো হয়েছে। এর আগেও একবার লাদাখকে ভারতের বাইরে দেখিয়েছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার।
নীতিমালা নিয়ে ভারত সরকারের সঙ্গে টুইটারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। এর মধ্যে নতুন মাত্রা যোগ করেছে ভারতের মানচিত্র বিতর্ক।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বজরং দলের নেত্রী প্রবীন ভাটি বলেছেন, মানচিত্রের এই ঘটনাটি আমাকে ও পুরো ভারতবাসীকে আহত করেছে। এটিকে রাষ্ট্রদ্রোহিতা বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে টুইটার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে