Ajker Patrika

জম্মু ও কাশ্মীরকে ফের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার ইঙ্গিত মোদির

আপডেট : ২৪ জুন ২০২১, ২১: ৫৩
জম্মু ও কাশ্মীরকে ফের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার ইঙ্গিত মোদির

ঢাকা: জম্মু ও কাশ্মীরকে আবারও পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত দিলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার কাশ্মীরের ৮টি স্বীকৃত রাজনৈতিক দলের ১৪ জন প্রথম সারির নেতাকে নিয়ে সর্বদলীয় বৈঠকে মোদি এমনটি জানান।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৈঠকে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সঠিক সময়ে কাশ্মীরকে আবারও পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে।

জানা গেছে, এই বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্সের ফারুখ আবদুল্লাহ এবং ওমর আবদুল্লাহ, পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী (পিডিপি) মেহবুবা মুফতি, কংগ্রেসের গুলাম নবি আজাদসহ কাশ্মীরের শীর্ষনেতারা। ভারত সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। প্রায় সাড়ে ৩ ঘণ্টার এই বৈঠকে আলোচনা হয়েছে মূলত কাশ্মীর এবং জম্মুর বিধানসভার পুনর্বিন্যাস এবং দ্রুত নির্বাচন প্রক্রিয়া শুরু করা নিয়ে।

২০১৮ সালে মেহবুবা মুফতির সরকার থেকে বিজেপি সমর্থন প্রত্যাহার করার পর থেকেই জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় শাসন চলছে। এরপর ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর উপত্যকার পূর্ণ রাজ্যের মর্যাদাও ছিনিয়ে নেওয়া হয়। জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিলের মাধ্যমে পুরো রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়া হয়। জম্মু ও কাশ্মীর মিলিয়ে একটি এবং লাদাখ এলাকা মিলিয়ে আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। এর মধ্যে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হলেও এর পৃথক বিধানসভা থাকবে বলে ঘোষণা করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত