সম্রাট আকবর-হুমায়ুনদের নামে রাস্তা চায় না বিজেপি
ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাটদের নামে রাস্তা চায় না দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। দিল্লির তুঘলক রোড, আকবর রোড, আওরঙ্গজেব লেন, হুমায়ূন রোড এবং শাহজাহান রোডের নাম পরিবর্তনের আহ্বান জানিয়েছে তারা। বিজেপি বলছে, মুসলিম দাসত্বের প্রতীক এই সড়কগুলো। আর তাই এই সড়কের নামের পরিবর্তন প্রয়োজন।