Ajker Patrika

পিকেকে কংগ্রেসে আসার প্রস্তাব, বাতলে দিলেন চব্বিশের প্রস্তুতি

কলকাতা প্রতিনিধি
পিকেকে কংগ্রেসে আসার প্রস্তাব, বাতলে দিলেন চব্বিশের প্রস্তুতি

২০২৪ সালে সাধারণ নির্বাচনে বিজেপি-বধের লক্ষ্যকে সামনে রেখে এখন থেকেই দলকে প্রস্তুত রাখতে চান কংগ্রেসের অস্থায়ী সভানেত্রী সনিয়া গান্ধী। চলতি মাসেই কংগ্রেস শাসিত রাজস্থানে বসছে দলের চিন্তন শিবির।

এর আগে আজ শনিবার কংগ্রেসের শীর্ষ নেতারা বৈঠক করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোরের (পিকে) সঙ্গে। 

দলীয় সূত্রে জানা যায়, কংগ্রেস পিকেকে দলে যোগ দিতে বলেছে। তবে জবাবে পিকে এখনো কিছু জানাননি। 

জানা গেছে, এদিনের বৈঠকে গোটা দেশের সামগ্রিক পরিস্থিতি এবং সম্ভাব্য ভোটের ফল নিয়ে একটি উপস্থাপনাও পেশ করেন পিকে। 

তবে এই ভোট কৌশলীর পরামর্শে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সফল হলেও অতীতে উত্তর প্রদেশ রাজ্যে কংগ্রেস ব্যর্থ হয়েছে। তাই পিকেকে নিয়ে কংগ্রেসেও মতবিরোধ রয়েছে। 

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয়ে অনেকটাই কোণঠাসা কংগ্রেস। দলের ভেতরেও গান্ধী পরিবারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। এই অবস্থায় ফের কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন পিকে। 

দিল্লিতে সনিয়া গান্ধীর সরকারি বাসভবনে এদিনের বৈঠকে রাহুল, প্রিয়াঙ্কা ছাড়াও কংগ্রেসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন গুজরাট, হিমাচল প্রদেশ ও কর্ণাটক বিধানসভা ভোট নিয়েও আলোচনা হয়। 

কংগ্রেসের পক্ষ থেকে পিকেকে দলে যোগ দেওয়ার জন্য একটি অংশ চাপ দিতে শুরু করেছে। জানা গেছে, বৈঠকে পিকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের জন্য এখন থেকেই জোট প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। 

কংগ্রেসকে প্রশান্তের পরামর্শ, ৫৪৩টি কেন্দ্রের দিকেই নজর না দিয়ে ৩৭০ আসনে মনোনিবেশ করা উচিত। 

কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল সাংবাদিকদের জানিয়েছেন, আলোচনা খুবই ইতিবাচক হয়েছে। দলের আসন্ন চিন্তন শিবিরেও কিশোরের পরামর্শ নিয়ে আলোচনা হতে পারে। 

উল্লেখ্য, এর আগে একাধিকবার গান্ধী পরিবারের সঙ্গে পিকের বৈঠক হয়। কিন্তু বৈঠকের পরে তিনি প্রকাশ্যেই কংগ্রেসের সমালোচনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত