ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাওয়ের দল রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করতে যাচ্ছেন ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ খ্যাত প্রশান্ত কিশোর ওরফে পিকে। তাঁর প্রতিষ্ঠান ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আইপিএসি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চন্দ্রশেখরের দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরসি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আসন্ন তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ বলেই ভাবছেন বিশ্লেষকেরা। গত শনিবার থেকেই হায়দরাবাদে চন্দ্রশেখর রাওয়ের সরকারি বাসভবন থেকে নির্বাচনী প্রচার কার্য চালানোর কৌশল নির্ধারণ করেছেন বলে জানিয়েছে একটি সূত্র। পিকে ও তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে চুক্তিটি প্রত্যাশিত ছিল বলেই অনেকের ধারণা।
তবে এই চুক্তির ফলে পিকের কংগ্রেসে যোগদানের বিষয়টিকে আবারও আলোচনায় এনেছে। এর আগে, কংগ্রেসের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছিল—প্রশান্ত কিশোর ভারতের সবচেয়ে প্রাচীন দলটিকে পুনরুজ্জীবিত করার বিস্তৃত পরিকল্পনা নিয়ে এতে যোগদান করতে যাচ্ছেন।
কংগ্রেস প্রবীণ নেতাদের একটি অংশ ভারতের বিভিন্ন রাজ্য প্রশান্ত কিশোর কংগ্রেস বিরোধী দলগুলোর সঙ্গে জড়িত থাকায় পিকের সঙ্গে যে কোনো ধরনের যোগসূত্র স্থাপনের ব্যাপারে সতর্ক থাকার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির একটি অংশ কংগ্রেসে যোগ দেওয়ার জন্য পিকেকে তাঁর পরামর্শকের ভূমিকা থেকে সরে এসে স্থায়ীভাবে কংগ্রেসে যোগদানের ব্যাপারে বলেছিলেন।
যদিও প্রশান্ত কিশোর আনুষ্ঠানিকভাবে আইপিএসির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক শেষ করেছেন। তবে তারপরও ধারণা করা হয়—প্রতিষ্ঠানটির সব সিদ্ধান্তের তাঁর প্রভাব রয়েছে।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাওয়ের দল রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করতে যাচ্ছেন ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ খ্যাত প্রশান্ত কিশোর ওরফে পিকে। তাঁর প্রতিষ্ঠান ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আইপিএসি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চন্দ্রশেখরের দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরসি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আসন্ন তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ বলেই ভাবছেন বিশ্লেষকেরা। গত শনিবার থেকেই হায়দরাবাদে চন্দ্রশেখর রাওয়ের সরকারি বাসভবন থেকে নির্বাচনী প্রচার কার্য চালানোর কৌশল নির্ধারণ করেছেন বলে জানিয়েছে একটি সূত্র। পিকে ও তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে চুক্তিটি প্রত্যাশিত ছিল বলেই অনেকের ধারণা।
তবে এই চুক্তির ফলে পিকের কংগ্রেসে যোগদানের বিষয়টিকে আবারও আলোচনায় এনেছে। এর আগে, কংগ্রেসের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছিল—প্রশান্ত কিশোর ভারতের সবচেয়ে প্রাচীন দলটিকে পুনরুজ্জীবিত করার বিস্তৃত পরিকল্পনা নিয়ে এতে যোগদান করতে যাচ্ছেন।
কংগ্রেস প্রবীণ নেতাদের একটি অংশ ভারতের বিভিন্ন রাজ্য প্রশান্ত কিশোর কংগ্রেস বিরোধী দলগুলোর সঙ্গে জড়িত থাকায় পিকের সঙ্গে যে কোনো ধরনের যোগসূত্র স্থাপনের ব্যাপারে সতর্ক থাকার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির একটি অংশ কংগ্রেসে যোগ দেওয়ার জন্য পিকেকে তাঁর পরামর্শকের ভূমিকা থেকে সরে এসে স্থায়ীভাবে কংগ্রেসে যোগদানের ব্যাপারে বলেছিলেন।
যদিও প্রশান্ত কিশোর আনুষ্ঠানিকভাবে আইপিএসির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক শেষ করেছেন। তবে তারপরও ধারণা করা হয়—প্রতিষ্ঠানটির সব সিদ্ধান্তের তাঁর প্রভাব রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২৩ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
৪৪ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে