কলকাতা প্রতিনিধি
ভারতের বিখ্যাত ভোট ইঞ্জিনিয়ার প্রশান্ত কিশোর (পিকে) কংগ্রেসে যোগ দেবেন না বলে এক টুইট বার্তায় জানিয়েছেন। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় পিকে জানান, কংগ্রেসের প্রয়োজন যোগ্য নেতৃত্ব এবং সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টার। সেই সঙ্গে দলকে ঘুরে দাঁড়াতে আমূল সংস্কারের প্রয়োজন। ক্ষমতাসম্পন্ন কমিটির দায়িত্ব দিতে চেয়ে কংগ্রেস নেতৃত্ব তাঁকে সম্মান জানিয়েছে।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও প্রশান্ত কিশোর জানান, কংগ্রেসে তাঁর প্রয়োজন নেই। তাঁর এই ঘোষণার পর এখন দেখার বিষয় কংগ্রেস তাঁকে ভোট ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবহার করে কিনা।
গতকাল সোমবার কংগ্রেসের উচ্চ পর্যায়ের বৈঠকের পর রনদীর সিং সুরজেওয়ালা জানান, দলের চিন্তন কমিটির বৈঠকে ৪০০ প্রতিনিধির সামনে ঘোষিত হবে ২০২৪ সালের নির্বাচনের জন্য উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি। অনেকেই ধরে নিয়েছিলেন সেই কমিটিতে থাকবেন পিকে। কিন্তু পিকে থাকছেন না।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেন, পশ্চিমবঙ্গে তৃণমূল, তেলেঙ্গানায় টিআরএসের মতো গোটা দেশে কংগ্রেসের পরামর্শদাতা হিসেবেই কাজ করতে চান পিকে। সেই সঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের এক জোট করার কাজও করতে চান তিনি।
পিকেকে কংগ্রেস নেওয়া নিয়ে দলের মধ্যেও বিরোধ ছিল। অনেকেই তাঁর নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত ছিলেন না। আবার পিকের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা শুরু হতেই তৃণমূলও কটাক্ষ করতে শুরু করেছিল। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সম্প্রতি মন্তব্য করেন, তৃণমূলে ভোট ইঞ্জিনিয়ারের অভাব নেই। মমতা ব্যানার্জি নিজেও ভালো বোঝেন নির্বাচন।
তবে টুইট বার্তায় সুরজেওয়ালাও এদিন তাঁর পরামর্শের প্রশংসা করেছেন। ফলে সম্পর্ককে এখনই তিক্ততার দিকে নিয়ে যেতে চান না কংগ্রেস বা পিকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
ভারতের বিখ্যাত ভোট ইঞ্জিনিয়ার প্রশান্ত কিশোর (পিকে) কংগ্রেসে যোগ দেবেন না বলে এক টুইট বার্তায় জানিয়েছেন। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় পিকে জানান, কংগ্রেসের প্রয়োজন যোগ্য নেতৃত্ব এবং সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টার। সেই সঙ্গে দলকে ঘুরে দাঁড়াতে আমূল সংস্কারের প্রয়োজন। ক্ষমতাসম্পন্ন কমিটির দায়িত্ব দিতে চেয়ে কংগ্রেস নেতৃত্ব তাঁকে সম্মান জানিয়েছে।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও প্রশান্ত কিশোর জানান, কংগ্রেসে তাঁর প্রয়োজন নেই। তাঁর এই ঘোষণার পর এখন দেখার বিষয় কংগ্রেস তাঁকে ভোট ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবহার করে কিনা।
গতকাল সোমবার কংগ্রেসের উচ্চ পর্যায়ের বৈঠকের পর রনদীর সিং সুরজেওয়ালা জানান, দলের চিন্তন কমিটির বৈঠকে ৪০০ প্রতিনিধির সামনে ঘোষিত হবে ২০২৪ সালের নির্বাচনের জন্য উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি। অনেকেই ধরে নিয়েছিলেন সেই কমিটিতে থাকবেন পিকে। কিন্তু পিকে থাকছেন না।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেন, পশ্চিমবঙ্গে তৃণমূল, তেলেঙ্গানায় টিআরএসের মতো গোটা দেশে কংগ্রেসের পরামর্শদাতা হিসেবেই কাজ করতে চান পিকে। সেই সঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের এক জোট করার কাজও করতে চান তিনি।
পিকেকে কংগ্রেস নেওয়া নিয়ে দলের মধ্যেও বিরোধ ছিল। অনেকেই তাঁর নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত ছিলেন না। আবার পিকের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা শুরু হতেই তৃণমূলও কটাক্ষ করতে শুরু করেছিল। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সম্প্রতি মন্তব্য করেন, তৃণমূলে ভোট ইঞ্জিনিয়ারের অভাব নেই। মমতা ব্যানার্জি নিজেও ভালো বোঝেন নির্বাচন।
তবে টুইট বার্তায় সুরজেওয়ালাও এদিন তাঁর পরামর্শের প্রশংসা করেছেন। ফলে সম্পর্ককে এখনই তিক্ততার দিকে নিয়ে যেতে চান না কংগ্রেস বা পিকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
তীব্র তাপপ্রবাহের মধ্যে আরব বিশ্বের পাঁচ দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বিশাল বনভূমি ও কৃষিজমি ধ্বংস হচ্ছে। গতকাল বুধবারও এই দেশগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির।
৩ ঘণ্টা আগেপর্যটন খাতকে চাঙা করতে ও দেশব্যাপী পর্যটনকে উৎসাহিত করতে থাইল্যান্ড সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনা মূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে। প্রস্তাবটি এখনো মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
৩ ঘণ্টা আগেইরানের বেশির ভাগ মানুষ ইসলামি প্রজাতন্ত্রকে সমর্থন করছেন না। সম্প্রতি নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘গামান’-এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের জুনে পরিচালিত এই জরিপে ইরানের ভেতরে থাকা ৭৭ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন।
৩ ঘণ্টা আগেঅধিকাংশ মার্কিনিই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। তাঁদের ৫৮ শতাংশ চান, জাতিসংঘের প্রতিটি দেশেরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। সম্প্রতি রয়টার্স/ইপসোসের জরিপে এমন তথ্য উঠে এসেছে। এদিকে পুরো গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিকল্পিত স্থল অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলের...
৩ ঘণ্টা আগে