Ajker Patrika

কংগ্রেসে যোগদান: দোলাচলে ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ প্রশান্ত কিশোরের ভাগ্য

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৬: ১২
কংগ্রেসে যোগদান: দোলাচলে ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ প্রশান্ত কিশোরের ভাগ্য

ভারতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ বলে খ্যাত প্রশান্ত কিশোর ওরফে পিকের কংগ্রেস যোগদান নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দলটির নেতৃত্ব। সোমবার কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে দলের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর বৈঠকের দলীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এই কথা জানিয়েছেন। 

কংগ্রেস রণদীপ সিং সাংবাদিকদের জানান, ২০২৪-এর জাতীয় নির্বাচনকে বিবেচনায় রেখে বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। শক্তিশালী সেই বিশেষ কমিটি ঘোষণা করা হবে আগামী ১৩ থেকে ১৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া ‘চিন্তন শিবিরে’। সেই শিবিরের পরই এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষিত হবে। তবে পিকে কংগ্রেসে যোগ দেবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে। 

কংগ্রেসের অভ্যন্তরীণ একটি সূত্রে খবর, পিকের কংগ্রেসে যোগদানের বিষয়টি নিয়ে সোনিয়া গান্ধীর নির্দেশে গঠিত ৭ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যেই মতানৈক্য রয়েছে। 

আগামী ১৩ মে কংগ্রেস শাসিত রাজস্থানের উদয়পুরে বসছে কংগ্রেসের বিশেষ ‘চিন্তন শিবির’। চলবে ১৫ মে পর্যন্ত। ৪ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন সেই শিবিরে। তাদের সামনেই ঘোষিত হবে কংগ্রেসের বিশেষ উচ্চশক্তিসম্পন্ন কমিটি। কিন্তু সেই কমিটিতে পিকে থাকবেন কিনা সেটা এখনো স্পষ্ট নয়। তবে ঠিক হয়েছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সোনিয়াই। পিকের কৌশল নিয়ে অবশ্য কংগ্রেসে মতবিরোধ নেই। বিরোধ হচ্ছে তাঁকে নেতা হিসেবে মেনে নেওয়ার প্রশ্নে। পিকের তরফ থেকেও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। 

এরই মধ্যে, পিকে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কংগ্রেস শিবিরে ভাঙন ধরানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ তেলেঙ্গানা রাজ্যের ক্ষমতাসীন দল তেলেঙ্গানা রাজ্য সমিতির (টিআরএস) প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর দুটি দলই কংগ্রেস বিরোধী। তাই পিকের বিশ্বাসযোগ্যতা ও দলের প্রতি দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন রয়েছে কংগ্রেসের মধ্যে। তাই সব মিলিয়ে কংগ্রেস ও পিকের মধ্যকার সমঝোতা এখনো অনেকটাই অনিশ্চিত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত