Ajker Patrika

আবারও সোনিয়া গান্ধীর বাড়িতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ পিকে

কলকাতা প্রতিবেদক
আবারও সোনিয়া গান্ধীর বাড়িতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ পিকে

আবারও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর দিল্লির সরকারি বাসভবনে দেখা গেছে ভারতের অন্যতম সেরা ‘ইলেকশন ইঞ্জিনিয়ার’ প্রশান্ত কিশোরে (পিকে)-কে। সোমবার পিকে-কে সোনিয়ার বাসভবনে প্রবেশ করতে দেখা যায়। গত শনিবারের পর সোমবার আবারও পিকে সোনিয়ার ১০ জনপথ রোডের বাড়িতে যাওয়ায় তাঁর কংগ্রেসে যোগদান নিয়ে ভারতে জল্পনা আরও বাড়ছে।

কংগ্রেস সূত্রে খবর, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপিকে হারাতেই কংগ্রেস নেতৃবৃন্দ বারবার বৈঠক করছেন পিকের সঙ্গে।

জানা গেছে, কংগ্রেসকে দেশের ৫৪৩টি কেন্দ্রের মধ্যে ৩৭০ থেকে ৪০০ কেন্দ্রে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন পিকে। নির্বাচনী প্রচার থেকে শুরু করে প্রার্থী বাছাইয়ের কৌশল নিয়েও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে পরামর্শ দেন পিকে।

তবে পিকে নিজে কংগ্রেসে যোগ দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এদিনও পিকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ববৃন্দকে জোটের প্রয়োজনীয়তার কথা বোঝান।

কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, কংগ্রেস চাইছে—আগামী নির্বাচনে অন্তত ৩৫০ আসন। সেই লক্ষ্যেই এখন থেকেই কৌশল নির্ধারণ করতে চাইছেন তাঁরা। একই সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের কৌশল নিয়েও আলোচনা হয় সোনিয়া ও পিকের মধ্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত