বাংলাদেশের ‘সুখবর’, বিপাকে লঙ্কানদের বোলিং
দলে বোলিং নিয়ে কখনো খুব বেশি দুশ্চিন্তা করতে হয়নি শ্রীলঙ্কাকে। নিজেদের ক্রিকেট ইতিহাসে মুত্তিয়া মুরালিধরন, রঙ্গনা হেরাথ, অজন্তা মেন্ডিসের মতো স্পিনার এবং চামিন্দা ভাস-লাসিথ মালিঙ্গার মতো ম্যাচ জেতানো পেসারদের পেয়েছে লঙ্কানরা। তবে এখন সেই মাপের বোলার নেই বললেই চলে তাদের।