দলে বোলিং নিয়ে কখনো খুব বেশি দুশ্চিন্তা করতে হয়নি শ্রীলঙ্কাকে। নিজেদের ক্রিকেট ইতিহাসে মুত্তিয়া মুরালিধরন, রঙ্গনা হেরাথ, অজন্তা মেন্ডিসের মতো স্পিনার এবং চামিন্দা ভাস-লাসিথ মালিঙ্গার মতো ম্যাচ জেতানো পেসারদের পেয়েছে লঙ্কানরা। তবে এখন সেই মাপের বোলার নেই বললেই চলে তাদের।
মুরালিধরন-ভাসদের উত্তরসূরি হিসেবে খেলছেন দিলশান মাধুশঙ্ক-মহীশ থিকাশানারা। তবে এবারের এশিয়া কাপে বোলিং নিয়ে বড় দুশ্চিন্তায় পড়তে যাচ্ছে শ্রীলঙ্কা। শিরোপা ধরে রাখার পথে তাদের বড় সমস্যা হতে পারে এটি।
চোটের কারণে বিধ্বস্ত অবস্থা লঙ্কানদের বোলিং বিভাগে। এবার এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার মাধুশঙ্ক। ঘরের মাটিতে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আরেক পেসার লাহিরু কুমারাকেও না পাওয়ার সম্ভাবনা প্রবল। আগেই ছিটকে গেছেন দুষ্মন্ত চামিরা। লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাও ঊরুর চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। এশিয়া কাপে তিনি না-ও খেলতে পারেন।
হয়তো এসবের কারণে এখনো স্কোয়াড ঘোষণা করেনি শ্রীলঙ্কা। বাকি সবাই দল দিয়েছে। হাসারাঙ্গাকে না পেলে বাঁহাতি স্পিন অলরাউন্ডার দুনিথ ওয়ালালেগেকে দলে নিতে পারে শ্রীলঙ্কা। এছাড়া ভাবনায় থাকছেন আরেক লেগ-স্পিনিং অলরাউন্ডার দুশান হেমন্থও।
কুমারা, চামিরা ও মধুশঙ্কা—পেস ইউনিটের এই তিনজনই বড় শক্তি লঙ্কানদের। তাঁদের অনুপস্থিতি নিশ্চিতভাবে পেস আক্রমণে ভোগাবে স্বাগতিকদের। তবে এই তিনজনকে না পেলে কাসুন রাজিথা, প্রমোদ মাধুশান ও মাথিশা পাথিরানার ওপরেই ভরসা রাখতে হবে শ্রীলঙ্কাকে। এঁদের কিছু হলেও অভিজ্ঞতা রয়েছে।
৩০ আগস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুলতানে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নেপাল। ‘বি’ গ্রুপ শ্রীলঙ্কার প্রতিপক্ষ বাংলাদেশ ও আফগানিস্তান। ৩১ আগস্ট কেন্ডির পাল্লেকেল্লেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে লঙ্কানরা।
দলে বোলিং নিয়ে কখনো খুব বেশি দুশ্চিন্তা করতে হয়নি শ্রীলঙ্কাকে। নিজেদের ক্রিকেট ইতিহাসে মুত্তিয়া মুরালিধরন, রঙ্গনা হেরাথ, অজন্তা মেন্ডিসের মতো স্পিনার এবং চামিন্দা ভাস-লাসিথ মালিঙ্গার মতো ম্যাচ জেতানো পেসারদের পেয়েছে লঙ্কানরা। তবে এখন সেই মাপের বোলার নেই বললেই চলে তাদের।
মুরালিধরন-ভাসদের উত্তরসূরি হিসেবে খেলছেন দিলশান মাধুশঙ্ক-মহীশ থিকাশানারা। তবে এবারের এশিয়া কাপে বোলিং নিয়ে বড় দুশ্চিন্তায় পড়তে যাচ্ছে শ্রীলঙ্কা। শিরোপা ধরে রাখার পথে তাদের বড় সমস্যা হতে পারে এটি।
চোটের কারণে বিধ্বস্ত অবস্থা লঙ্কানদের বোলিং বিভাগে। এবার এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার মাধুশঙ্ক। ঘরের মাটিতে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আরেক পেসার লাহিরু কুমারাকেও না পাওয়ার সম্ভাবনা প্রবল। আগেই ছিটকে গেছেন দুষ্মন্ত চামিরা। লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাও ঊরুর চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। এশিয়া কাপে তিনি না-ও খেলতে পারেন।
হয়তো এসবের কারণে এখনো স্কোয়াড ঘোষণা করেনি শ্রীলঙ্কা। বাকি সবাই দল দিয়েছে। হাসারাঙ্গাকে না পেলে বাঁহাতি স্পিন অলরাউন্ডার দুনিথ ওয়ালালেগেকে দলে নিতে পারে শ্রীলঙ্কা। এছাড়া ভাবনায় থাকছেন আরেক লেগ-স্পিনিং অলরাউন্ডার দুশান হেমন্থও।
কুমারা, চামিরা ও মধুশঙ্কা—পেস ইউনিটের এই তিনজনই বড় শক্তি লঙ্কানদের। তাঁদের অনুপস্থিতি নিশ্চিতভাবে পেস আক্রমণে ভোগাবে স্বাগতিকদের। তবে এই তিনজনকে না পেলে কাসুন রাজিথা, প্রমোদ মাধুশান ও মাথিশা পাথিরানার ওপরেই ভরসা রাখতে হবে শ্রীলঙ্কাকে। এঁদের কিছু হলেও অভিজ্ঞতা রয়েছে।
৩০ আগস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুলতানে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নেপাল। ‘বি’ গ্রুপ শ্রীলঙ্কার প্রতিপক্ষ বাংলাদেশ ও আফগানিস্তান। ৩১ আগস্ট কেন্ডির পাল্লেকেল্লেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে লঙ্কানরা।
সান্তোস গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও আজ বেশ অসহায় হয়ে পড়লেন। ভাস্কো দা গামার আক্রমণ ঠেকানোর যে কোনো উপায়ই তাঁর জানা ছিল না। নেইমারের সান্তোস রীতিমতো নাকানিচুবানি খেয়েছে। বাজে হারের পর সান্তোসের কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করা হয়েছে।
১৩ মিনিট আগেঅ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গতকাল বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। একই মাঠে আজ টানা দ্বিতীয় জয়ের খোঁজে নেমেছিল সাকিব আল হাসানের অ্যান্টিগা। তবে বৈরি আবহাওয়ায় অ্যান্টিগা-সেন্ট লুসিয়া কিংস ম্যাচে একটি বলও মাঠে গড়াতে পারেনি।
১ ঘণ্টা আগেগেমটাইমের আশায় বসুন্ধরা কিংস ছেড়ে এবার আবাহনীতে যোগ দিয়েছেন শেখ মোরসালিন। আকাশি-নীল জার্সিতে অভিষেকও হয়েছে তাঁর। যদিও সেই ম্যাচে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে জেতেনি আবাহনী।
১ ঘণ্টা আগে২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১৫ ঘণ্টা আগে