নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের ‘২৩’ নম্বর জার্সি পরে ক্যান্ডির বুকে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ছবি দেওয়ার পর এই ব্যাটার রিং ছাড়া বক্সিংয়ে মাতলেন আরেক আমেরিকান কিংবদন্তি দ্য হিটম্যান খ্যাত টমাস হার্নসের মতো।
এশিয়া কাপ খেলতে পরশু শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল। লঙ্কায় যাওয়ার পর গতকাল পর্যন্ত কোনো অনুশীলন সেশন ছিল না বাংলাদেশ দলের। জিম সেশনের পাশাপাশি ছিল ফটোশুট। দলের অন্য সদস্যদের পরে তাড়াহুড়ো করে ইভেন্টে পৌঁছান অধিনায়ক সাকিব। পৌঁছেই কিছু সময়ের জন্য সাকিব হয়ে গেলেন বক্সার। বিশ্বসেরা অলরাউন্ডার রিংয়ের ঘুষির পাশাপাশি দুহাত মুষ্টি করে পোজ দিলেন উইকেট শিকারের আইকনিক সেলিব্রেশন। আর মুশফিক তো যেন সত্যিই রিংয়ে নেমেছিলেন।
রিং ছাড়া বক্সিংয়ে শুধু মুশফি-সাকিবই নন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হাসান শান্ত, শরিফুল ইসলামরাও মাতলেন। প্রতিপক্ষ না থাকলেও হিট করার দৃশ্য ছিল পেশাদার বক্সারদের মতোই।
ফটোশুটে দুহাত মুষ্টিবদ্ধ করে নাসুম আহমেদের চক্কর ছিল জাদুকরের কোনো খেলার মতো। মোস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়ও দিয়েছেন পোজ। ফটোশুটের দৃশ্যে অবশ্য এটা বোঝা যাচ্ছে, লড়াইয়ে নামার আগে খেলোয়াড়দের মানসিকতাও বেশ সতেজ। আজ শ্রীলঙ্কায় প্রথম অনুশীলন সেশন করবে বাংলাদেশ দল।
অফিশিয়াল ফটোশুটে বিপক্ষ দলগুলোকে যেন হুঁশিয়ারি দিয়ে রাখলেন সাকিব-মুশফিকরা। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। পাল্লেকেলে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো নামা হবে তাদের। এর আগে ২০১৩ সালে একমাত্র ওয়ানডেতে কুমার সাঙ্গাকারা-তিলকরত্নে দিলশানদের হারিয়েছিল ৩ উইকেটে।
বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের ‘২৩’ নম্বর জার্সি পরে ক্যান্ডির বুকে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ছবি দেওয়ার পর এই ব্যাটার রিং ছাড়া বক্সিংয়ে মাতলেন আরেক আমেরিকান কিংবদন্তি দ্য হিটম্যান খ্যাত টমাস হার্নসের মতো।
এশিয়া কাপ খেলতে পরশু শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল। লঙ্কায় যাওয়ার পর গতকাল পর্যন্ত কোনো অনুশীলন সেশন ছিল না বাংলাদেশ দলের। জিম সেশনের পাশাপাশি ছিল ফটোশুট। দলের অন্য সদস্যদের পরে তাড়াহুড়ো করে ইভেন্টে পৌঁছান অধিনায়ক সাকিব। পৌঁছেই কিছু সময়ের জন্য সাকিব হয়ে গেলেন বক্সার। বিশ্বসেরা অলরাউন্ডার রিংয়ের ঘুষির পাশাপাশি দুহাত মুষ্টি করে পোজ দিলেন উইকেট শিকারের আইকনিক সেলিব্রেশন। আর মুশফিক তো যেন সত্যিই রিংয়ে নেমেছিলেন।
রিং ছাড়া বক্সিংয়ে শুধু মুশফি-সাকিবই নন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হাসান শান্ত, শরিফুল ইসলামরাও মাতলেন। প্রতিপক্ষ না থাকলেও হিট করার দৃশ্য ছিল পেশাদার বক্সারদের মতোই।
ফটোশুটে দুহাত মুষ্টিবদ্ধ করে নাসুম আহমেদের চক্কর ছিল জাদুকরের কোনো খেলার মতো। মোস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়ও দিয়েছেন পোজ। ফটোশুটের দৃশ্যে অবশ্য এটা বোঝা যাচ্ছে, লড়াইয়ে নামার আগে খেলোয়াড়দের মানসিকতাও বেশ সতেজ। আজ শ্রীলঙ্কায় প্রথম অনুশীলন সেশন করবে বাংলাদেশ দল।
অফিশিয়াল ফটোশুটে বিপক্ষ দলগুলোকে যেন হুঁশিয়ারি দিয়ে রাখলেন সাকিব-মুশফিকরা। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। পাল্লেকেলে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো নামা হবে তাদের। এর আগে ২০১৩ সালে একমাত্র ওয়ানডেতে কুমার সাঙ্গাকারা-তিলকরত্নে দিলশানদের হারিয়েছিল ৩ উইকেটে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তার পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়েই গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
৩৬ মিনিট আগেবাংলাদেশ ফুটবল লিগে নতুন মৌসুমের শুরুটা বিবর্ণ হলো আবাহনী লিমিটেডের। ম্যাচের বেশির ভাগ সময় একজন বেশি নিয়ে খেললেও জিতে মাঠ ছাড়তে পারেনি তারা। আজ গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।
৩৮ মিনিট আগেখেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। তবে ডিসেম্বরে চলতি মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখবেন সের্জিও বুসকেতস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অবসরের বার্তায় এমনটাই জানান ৩৮ বছর বয়সী এই মিডফিল্ডার।
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে ‘ব্যাকআপ’ ক্রিকেটার তৈরি করতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাশাপাশি চালু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত হওয়া টুর্নামেন্টের দ্বিতীয় আসর আজ সিলেটে পুনরায় শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে