Ajker Patrika

পাঁচ দলে একই অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঁচ দলে একই অস্বস্তি

প্রথমবার এশিয়া কাপ খেলতে এসে নেপাল অধিনায়ক রোহিত পাউডেল এমনি রোমাঞ্চিত। এখন মুলতানে যে আতিথেয়তা পাচ্ছে তাঁর দল, তাতে রোহিতের ভালো লাগা আরও বেড়ে যাওয়ার কথা। গতকাল সংবাদ সম্মেলনে পাকিস্তানি সাংবাদিকেরা বারবার স্বাগত জানালেন তাঁর দলকে। 

২০২৩ এশিয়া কাপের আয়োজনস্বত্ব পাকিস্তানের। কিন্তু ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতায় টুর্নামেন্ট আয়োজনে ভেন্যু ভাগাভাগি করতে হয়েছে শ্রীলঙ্কার সঙ্গে। প্রথমবার দুই দেশে হতে যাওয়া এশিয়া কাপে এবার ৪ ম্যাচ পাকিস্তানে, ৯ ম্যাচ শ্রীলঙ্কায়। হাইব্রিড মডেলে হলেও ২০০৮ সালের পর এশিয়া কাপ তো ফিরল পাকিস্তানে। হাইব্রিড মডেলের জটিল সূচিতে ছয় দলের তিনটি এখন পাকিস্তানে, বাকি তিনটি শ্রীলঙ্কায়। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অন্যরকম এই এশিয়া কাপ। যেকোনো সংস্করণে এটাই দুই দলের প্রথম ম্যাচ। বাছাইপর্ব উতরে প্রথমবার জায়গা করেছিল নেপাল। আজ টুর্নামেন্টে তাদের হবে ঐতিহাসিক সূচনাও। 

এবার এশিয়া কাপের তাৎপর্য রয়েছে সব দলের কাছেই। তবে ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে (৩৫ দিন আগে) শুরু হওয়ায় গুরুত্বটা যেন বেড়ে গেছে আরও বেশি। এবার এটাকে বিশ্বকাপের মহড়াও বলে চলে। নেপালের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বললেন, ‘নেপালে অনেক ভালো খেলোয়াড় আছে, আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না, তবে আমরা সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’ এরপরই যোগ করেন, ‘আমরা (এবার) এশিয়া কাপ ও বিশ্বকাপ জিততে চাই।’ আর নেপাল অধিনায়ক রোহিত আজকের ম্যাচের দুই দলের পার্থক্য করেছেন এভাবে, ‘পার্থক্য শুধু অভিজ্ঞতায়।’ 

টুর্নামেন্টে অংশ নেওয়া নেপাল ছাড়া বাকি পাঁচ দলের সামনেই বিশ্বকাপের তাড়া। উপমহাদেশের বিশ্বকাপে মাঠে নামার আগে কন্ডিশন বিবেচনায় নিজেদের সামর্থ্য যাচাই করার গুরুত্বপূর্ণ মঞ্চ এটা। বিশ্বকাপ মহড়ায় নামার আগে পাকিস্তান ছাড়া স্বস্তিতে নেই কোনো দলই। চোটের কারণে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশ দলের অধিনায়কত্বও ছেড়েছেন। ইবাদত হোসেনের ছিটকে যাওয়া এবং লিটন দাসের জ্বরও বাংলাদেশকে রেখেছে অস্বস্তিতে। তবু সাকিব আল হাসানের নেতৃত্বে তারুণ্যনির্ভর দলটি ভালো করতে উন্মুখ হয়ে আছে। 

এশিয়া কাপের সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন ভারত-শিবিরেও স্বস্তি নেই। চোট থেকে ফিরলেও ওপেনার লোকেশ রাহুলকে পাওয়া যাবে না প্রথম দুই ম্যাচ। পিঠের চোট কাটিয়ে ওঠা শ্রেয়াস আয়ার ফিরেছেন দলে। বাদ পড়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। 

শ্রীলঙ্কা দলে চোটের বড় মিছিল। টুর্নামেন্ট শুরু হওয়ার এক দিন আগে দল ঘোষণা করেছে তারা। চোটের কারণে দলের তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, পেসার দিলশান মাদুশঙ্কা ও দুশমন্ত চামিরা ও লাহিরু কুমারা ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখাই যেন বড় চ্যালেঞ্জ হবে এবার। 

বাংলাদেশকে ওয়ানডে সিরিজ হারানোর পর পাকিস্তানের বিপক্ষে ধবলধোলাই হয়েছে আফগানিস্তান। পাঁজরের চোটে শেষ মুহূর্তে হযরতউল্লাহ ওমরজাই ছিটকে গেছেন দল থেকে। তবু রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ ও ইব্রাহিম জাদরানদের নিয়ে শক্ত দল গড়েছে তারা। 

ইতিহাসে প্রথমবার এশিয়া কাপে খেলবে নেপাল। দলের সেরা তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে ধর্ষণ মামলায় জড়িয়ে দলের সঙ্গে বিমান উঠতে পারেননি। তবে মামলার শুনানি পিছিয়ে দেওয়ায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর। সব দলেই চোট কিংবা বিপত্তির ঘটনা আছে কমবেশি। ব্যতিক্রম শুধু পাকিস্তানই। চোট নিয়ে এখনো ভাবতে হচ্ছে না তাদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত