ভেঙেই পড়ল ২২ বছর একা দাঁড়িয়ে থাকা সেই সেতু
এক-দুই নয়, ২২টি বছর ঠায় দাঁড়িয়েছিল। কিন্তু তার সঙ্গে কারও কোনো সম্পর্ক তৈরি হয়নি। নামে সেতু হলেও একটা বিচ্ছিন্ন জীবনই কাটিয়ে অবশেষে তীব্র অবহেলা, আর যন্ত্রণার ভার নিয়ে ভেঙেই পড়তে হলো তাকে। একটি নৌকার ধাক্কাতেই ভেঙে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সেই সেতু, যার সংযোগ সড়ক ২২ বছরেও...