Ajker Patrika

ভেঙেই পড়ল ২২ বছর একা দাঁড়িয়ে থাকা সেই সেতু

প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২২: ১৬
ভেঙেই পড়ল ২২ বছর একা দাঁড়িয়ে থাকা সেই সেতু

এক-দুই নয়, ২২টি বছর ঠায় দাঁড়িয়েছিল। কিন্তু তার সঙ্গে কারও কোনো সম্পর্ক তৈরি হয়নি। নামে সেতু হলেও একটা বিচ্ছিন্ন জীবনই কাটিয়ে অবশেষে তীব্র অবহেলা, আর যন্ত্রণার ভার নিয়ে ভেঙেই পড়তে হলো তাকে। সবকিছুরই একটা উপলক্ষ থাকে। এ ক্ষেত্রেও ছিল—নৌকা। হ্যাঁ একটি নৌকার ধাক্কাতেই ভেঙে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সেই সেতু, যার সংযোগ সড়ক ২২ বছরেও তৈরি হয়নি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী বিলের মাঝখানে সেতুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু ২২ বছরেও তৈরি করা হয়নি সংযোগ সড়ক। ফলে বিলের মধ্যে একাই দাঁড়িয়েছিল সেতুটি।  কেউ চড়েনি এতে। না কেউ খোঁজ রেখেছে। কিন্তু আর পারেনি। আজ শুক্রবার সকালে ইট-বোঝাই একটি নৌকার ধাক্কায় স্থানীয় নয়াখালের ওপরে থাকা ভেঙে পড়েছে সেতুটি। সেতুটি ভেঙে নৌকার ওপর পড়লে ইটসহ নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের নয়াখালে ২২ বছর দাঁড়িয়ে থাকার পর আজ ভেঙে পড়ে সংযোগ সড়কহীন সেতুটি। ছবি: আজকের পত্রিকা ইটবোঝাই নৌকার ধাক্কায় আজ শুক্রবার সকালে ভেঙে পড়ে সেতুটি। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়রা জানান, এলাকাবাসীর দাবির মুখে ১৯৯৯ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য শাহ আলম বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী নয়াখালের ওপর সেতুটি নির্মাণের উদ্যোগ নেন। আখাউড়া উপজেলা এলজিইডি এর নির্মাণকাজ বাস্তবায়ন করেছিল। উত্তর-দক্ষিণে লম্বালম্বি সেতুটির দুই গোড়ায় মাটি নেই। সমতল থেকে অন্তত ১৫ ফুট উঁচু সেতুটি ঝুলে আছে। দীর্ঘ ২২ বছর সেতুটিতে কেউ কখনো উঠানামা করেনি।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার সেতুটি ভেঙে পড়ার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত