Ajker Patrika

সড়কে খানাখন্দ, কালভার্ট ভাঙা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৬: ৪১
সড়কে খানাখন্দ, কালভার্ট ভাঙা

খানাখন্দের কারণে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া-বটতলা-কৈখালী-ভান্ডারিয়া সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে থাকা কয়েকটি কালভার্ট ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে উপজেলার তিনটি ইউনিয়নের হাজারো মানুষ। দ্রুত এসব মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা গেছে, আমুয়া বটতলা কৈখালী ভান্ডারিয়া সড়কের বটতলা বাজার থেকে কৈখালী এবং কৈখালী বাজার থেকে সিকদারহাট কাঠালিয়া সীমানা পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বটতলা বাজার থেকে মাঝিবাড়ি ও কৈখালী বাজার থেকে একটু সামনে যেতেই সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে গেছে। কোথাও কোথাও সড়ক মাটির সঙ্গে মিশে গেছে। ইজিবাইক, ভ্যান চলছে হেলেদুলে। ইজিবাইকে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কে নির্মিত কয়েকটি কালভার্ট ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াতে সময় নষ্ট হচ্ছে। কৈখালী বাজারের উত্তর পাশের জমাদ্দার বাড়ি ও উত্তর চেঁচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের অবস্থা খুবই খারাপ। বিদ্যালয়ে আসা-যাওয়া করতে শিক্ষার্থীদের অনেক বেগ পেতে হচ্ছে। সড়কে বালীর খাল ও আব্দুস সালাম ডিলারের বাড়ির সামনে খালের ওপর দুটি বেইলি সেতু ও ৪টি কালভার্ট ঝুঁকিপূর্ণ।

স্থানীয় উত্তর মহিষকান্দি গ্রামের বাসিন্দা ও কৈখালী বাজারের ব্যবসায়ী আবদুল কাদের হাওলাদার বলেন, ‘আমাদের এখান থেকে ভান্ডারিয়া, ঝালকাঠি ও বরিশাল যেতে এই রাস্তা ছাড়া বিকল্প উপায় নেই। রাস্তাটি অনেক বছর ধরে নষ্ট হয়ে আছে। কোনো রোগীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিতে ভীষণ কষ্ট হয়। ইজিবাইক, মোটরসাইকেলে চলাচল করতে খুবই কষ্ট হয়। মালামাল আনা-নেওয়া করতে অনেক দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া দুটি বেইলি সেতুর অবস্থাও খারাপ।’

উত্তর চেঁচরী গ্রামের ইজিবাইক চালক আবদুল মোতালেব জানান, যাত্রী নিয়ে কৈখালী থেকে ভান্ডারিয়া আসা-যাওয়া করেন তিনি। রাস্তা সরু হওয়ায় মাঝে মধ্যে ইজিবাইক থামিয়ে দিতে হয়। সড়কে খানাখন্দ থাকায় যাত্রীরা অনেক সময় ভয় পান। দ্রুত সড়কি সংস্কার করা উচিত।

দক্ষিণ চেঁচরী গ্রামের বাসিন্দা আব্দুল রহিম জানান, বটতলা থেকে কৈখালী যেতে চান্দের হাট ও মাঝি বাড়ি এলাকায় ওই সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। চলাচল করতে অনেক সমস্যা হয়। সড়কে অসংখ্য খানাখন্দ ও ঢালাই উঠে যাওয়ায় মানুষের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া কয়েকটি কালভার্ট ঝুঁকিপূর্ণ। তাই কর্তৃপক্ষের দ্রুত সড়কটি সংস্কার করা দরকার।

উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার বলেন, ‘সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে প্রতিদিন অনেক মানুষ ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্ত হওয়ায় মানুষের ভোগান্তি হচ্ছে। সড়কটি দ্রুত মেরামত বা সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাঠালিয়া উপজেলা প্রকৌশলী সাদ মো. জগলুল ফারুক জানান, সড়কটি প্রশস্ত করতে ও সংস্কার কাজের দরপত্র হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত