টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে ফতেপুর-আনুহলা সড়কের ধসে যাওয়া স্থান দায়সারা সংস্কার করেছে এলজিইডি। আজকের পত্রিকায় নির্মাণের 'তিন মাসেই সড়কে ধস' শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর এলজিইডি কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়। তবে দায়সারা সংস্কার করায় বিক্ষুব্ধ এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা যায়, সড়কের যে স্থানটি ভেঙে গিয়েছিল শুধুমাত্র সেখানেই সামান্য কিছু রাবিশ (ইট, বালির বর্জ্য) ফেলে কোন রকমে রিকশা ভ্যান চলাচলের উপযোগী করা হয়েছে। বৃষ্টির পানিতে প্যালাসাইটিং ভেঙে রাস্তার ইট, মাটি, খোয়া পুকুরে ধসে গেলেও সেই প্যালাসাইটিং ঠিক করা হয়নি। ফলে যে রাবিশ ফেলা হয়েছে তা বৃষ্টিতে ধুয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওই স্থানের বিশ গজের মধ্যে আরও কয়েকটি ভাঙা থাকলেও সেখানে কোন ধরনের রাবিশ পর্যন্ত ফেলা হয়নি। ফলে ওসব স্থানেও ধস দেখা দিতে পারে।
এ ছাড়াও এই পুকুরের তিনদিকে পাকা সড়ক রয়েছে। সবদিকেই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এলজিইডি কর্তৃপক্ষ শুধুমাত্র ওই একটি স্থানেই রাবিশ ফেলেছে। বাকি দুইদিকে রাবিশ ফেলে যানবাহন চলাচলের উপযোগী করেছে দাইন্যা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।
দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাবু মিয়া বলেন, 'জনভোগান্তি কমাতে আমার পরিষদের পক্ষ থেকে কয়েকটি স্থানে রাবিশ ফেলা হয়েছে। যেহেতু প্যালাসাইটিং ঠিক না করেই রাবিশ ফেলা হয়েছে তাই তাদের এই দায়সারা কাজে তেমন কোন লাভই হবে না। কিছুদিনের মধ্যেই আবার তা ধসে যাবে।'
টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, 'আমি ভাঙনের ওই অংশটি ঘুরে দেখেছি। এরই মধ্যে তা সংস্কার করা হয়েছে। তবে স্থায়ীভাবে সংস্কার করতে আরও সময় লাগবে।'
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন বলেন, 'সমস্যা হলে তার সমাধানও আছে। এই উপজেলার যে কোন স্থানে জনভোগান্তি দেখা দিলে আমি খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর ব্যবস্থা নিতে বলে থাকি। আশা করি ভবিষ্যতেও এর ব্যত্যয় হবে না। তবে এ জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করি।'
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে ফতেপুর-আনুহলা সড়কের ধসে যাওয়া স্থান দায়সারা সংস্কার করেছে এলজিইডি। আজকের পত্রিকায় নির্মাণের 'তিন মাসেই সড়কে ধস' শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর এলজিইডি কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়। তবে দায়সারা সংস্কার করায় বিক্ষুব্ধ এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা যায়, সড়কের যে স্থানটি ভেঙে গিয়েছিল শুধুমাত্র সেখানেই সামান্য কিছু রাবিশ (ইট, বালির বর্জ্য) ফেলে কোন রকমে রিকশা ভ্যান চলাচলের উপযোগী করা হয়েছে। বৃষ্টির পানিতে প্যালাসাইটিং ভেঙে রাস্তার ইট, মাটি, খোয়া পুকুরে ধসে গেলেও সেই প্যালাসাইটিং ঠিক করা হয়নি। ফলে যে রাবিশ ফেলা হয়েছে তা বৃষ্টিতে ধুয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওই স্থানের বিশ গজের মধ্যে আরও কয়েকটি ভাঙা থাকলেও সেখানে কোন ধরনের রাবিশ পর্যন্ত ফেলা হয়নি। ফলে ওসব স্থানেও ধস দেখা দিতে পারে।
এ ছাড়াও এই পুকুরের তিনদিকে পাকা সড়ক রয়েছে। সবদিকেই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এলজিইডি কর্তৃপক্ষ শুধুমাত্র ওই একটি স্থানেই রাবিশ ফেলেছে। বাকি দুইদিকে রাবিশ ফেলে যানবাহন চলাচলের উপযোগী করেছে দাইন্যা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।
দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাবু মিয়া বলেন, 'জনভোগান্তি কমাতে আমার পরিষদের পক্ষ থেকে কয়েকটি স্থানে রাবিশ ফেলা হয়েছে। যেহেতু প্যালাসাইটিং ঠিক না করেই রাবিশ ফেলা হয়েছে তাই তাদের এই দায়সারা কাজে তেমন কোন লাভই হবে না। কিছুদিনের মধ্যেই আবার তা ধসে যাবে।'
টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, 'আমি ভাঙনের ওই অংশটি ঘুরে দেখেছি। এরই মধ্যে তা সংস্কার করা হয়েছে। তবে স্থায়ীভাবে সংস্কার করতে আরও সময় লাগবে।'
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন বলেন, 'সমস্যা হলে তার সমাধানও আছে। এই উপজেলার যে কোন স্থানে জনভোগান্তি দেখা দিলে আমি খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর ব্যবস্থা নিতে বলে থাকি। আশা করি ভবিষ্যতেও এর ব্যত্যয় হবে না। তবে এ জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করি।'
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৪ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৫ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১১ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৪ মিনিট আগে