Ajker Patrika

সংবাদ প্রকাশের পর বড়চওনা-কালিহাতী সড়কের ভাঙা অংশ মেরামত

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
সংবাদ প্রকাশের পর বড়চওনা-কালিহাতী সড়কের ভাঙা অংশ মেরামত

টাঙ্গাইলের সখীপুরে বড়চওনা-কালিহাতী সড়কের হামিদপুর চৌরাস্তা বাজারের পাশে ভাঙা অংশটুকু মেরামত করা হয়েছে। বৃষ্টির পানির স্রোতে কয়েক দিন আগে এই স্থানে ধস দেখা দেয়। এতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

এ নিয়ে গত ২৯ আগস্ট রোববার আজকের পত্রিকার ৭-এর পাতায় 'টানা বৃষ্টিতে সড়কে ভাঙন, দুর্ভোগ' শিরোনামে সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদটি জেলা-উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে ওই দিন বিকেলেই ভাঙা অংশটুকু সাময়িক মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়। বর্তমানে ওই সড়ক দিয়ে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। 
 
স্থানীয় দেলোয়ার হোসেন জানান, সড়কের ধসে যাওয়া অংশে ইট বালি দিয়ে সাময়িক মেরামত করা হয়েছে। এই সড়কে চলাচলকারীরা খুব বিপাকে পড়েছিল। দ্রুত চলাচলের উপযোগী করায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। 

এলজিইডির উপজেলা প্রকৌশলী হাসান ইবনে মিজান জানান, ওই সড়কটি ভাঙনের সংবাদ পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা নির্বাহী প্রকৌশলী স্যারকে জানানো হয়। পরে অল্প সময়ের মধ্যেই সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে। ওই সড়কে এখন স্বাভাবিক যান চলাচল করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত